বাংলাহান্ট ডেস্ক : নতুন সিরিয়াল (Serial) শুরুর খবরে সরগরম হয়ে রয়েছে টেলিপাড়া। একটি দুটি নয়, একসঙ্গে একগুচ্ছ নতুন গল্প শুরু হতে প্রায় সবকটি চ্যানেলেই। নতুন গল্প শুরুর আনন্দ কার না থাকে? উপরন্তু এই নতুন ধারাবাহিক গুলির (Serial) কোনো টায় ফিরছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ, কোনোটায় আবার নতুন অভিনেতা অভিনেত্রীদের দেখতে চলেছেন দর্শকরা। সব মিলিয়ে দর্শক মহলে উত্তেজনা বেশ রয়েছে বেশ চড়া।
একসঙ্গে শুরু হচ্ছে দুটি সিরিয়াল (Serial)
একটি নতুন সিরিয়াল (Serial) শুরুর আগে দর্শক মহলে স্বাভাবিক ভাবেই জল্পনা চলতে থাকে নানা বিষয়ে। বিশেষ করে নতুন সিরিয়াল (Serial) কোন স্লটে আসবে তা নিয়ে শোনা যায় নানান গুঞ্জন। জি বাংলার কথা ধরলে, চ্যানেলে সম্প্রতি সামনে এসেছে ‘দুগ্গামণি ও বাঘ মামা’র প্রোমো। এই ধারাবাহিকের (Serial) হাত ধরে একসঙ্গে কামব্যাক করছেন তিন তিনজন চেনা মুখ।

কোন সময়ে আসবে দুগ্গামণি: মানালি দে, রাহুল দেব বসু এবং রাধিকা কর্মকার, এই তিনজনকেই দেখা যাবে সিরিয়ালের মুখ্য ভূমিকায়। এবার প্রশ্ন হল, কোন সময়ে দেখা যাবে সিরিয়ালটি (Serial)। সাধারণত যেকোনো নতুন সিরিয়াল প্রাইম টাইমেই দেওয়া হয়। কিন্তু জি বাংলায় এই মুহূর্তে সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত কোনো স্লটই খালি নেই। প্রতি স্লটেই সিরিয়ালগুলি (Serial) ভালো টিআরপি তুলছে।
আরো পড়ুন : নামের পর এবার নায়িকা বদল, শুরুর আগেই বিরাট “অঘটন” জি এর জোড়া সিরিয়ালে!
শেষ হতে পারে মেগা: এদিকে আরেকটি নতুন মেগা ‘চিরদিনই তুমি যে আমার’ সন্ধ্যা সাড়ে ছটার স্লটে আসতে পারে বলে শোনা যাচ্ছে। এদিকে ওই স্লটে ‘আনন্দী’ সিরিয়ালও (Serial) শেষের গুঞ্জন শোনা গিয়েছে। নয়তো রাত দশটায় ‘মালাবদল’ এর সময়ে দেওয়া হতে পারে আনন্দীকে। এমতাবস্থায় মনে করা হচ্ছে, সন্ধ্যা ছটার স্লটে রাখা হতে পারে দুগ্গামণিকে।
আরো পড়ুন : দেশে হু হু করে বাড়ছে মদের বিক্রি! রেকর্ড গড়ার মুখে এই রাজ্য
বেশ অনেকদিন ধরেই নিম ফুলের মধু এবং মালাবদল শেষের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও দর্শকদের অনেকে মনে করছেন, নিম ফুল এখনই শেষ না করে গল্পের মোড় ঘোরানো হতে পারে। কিন্তু তেমনটা হলে কোনো ফাঁকা স্লট থাকছে না। শেষমেষ কোন সময়ে কোন ধারাবাহিক আসবে সেটাই জানার অপেক্ষায় রয়েছেঞ দর্শকরা।





Made in India