বাংলা হান্ট ডেস্ক : খড়্গপুর থেকে চাকুলিয়া, বাংলার জঙ্গলাকীর্ণ অঞ্চলের এই অংশটুকু দক্ষিণ-পূর্ব রেলের এই অংশে জঙ্গল ঘেরা দুটো স্টেশন খেমাশুলি ও সারদিয়া।যা পেরনোর সময় ট্রেন থেকে বাইরে চোখ রাখলেই ট্রেন লাইন ঘেঁষেই কতগুলো বগি পড়ে রয়েছে ন’বছর ধরে।
যা বহন করে যাচ্ছে জ্ঞানেশ্বরী দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি।প্রসঙ্গত২০১০ সালের ২৮ মে, রাত প্রায় ১টা ২০ মিনিটে খেমাশুলি থেকে কয়েক কিলোমিটার এগিয়ে গিয়েই ঘটে পশ্চিমবঙ্গের অন্যতম বড় ট্রেন দুর্ঘটনাটি। লাইনচ্যুত জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি। ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় মারা যান প্রায় ১৫০ জন, বেসরকারি মতে সংখ্যাটা ২০০ ছাড়িয়েছিল। তবে এখানেই মন্দির গড়ে মৃত আত্মাদের উদ্দেশে শ্রদ্ধাঞ্জলি দিতে চানগ্রামের মানুষ।





Made in India