বাংলা হান্ট ডেস্ক : চারিদিকে শুধু ধূ ধূ মরুভূমি। যেখানে নিঃশ্বাস নেওয়াই এক বড়ো চ্যালেঞ্জ।সেই জমিই প্রাণ পেল ধীরে ধীরে,চকিতে সেই ভরে উঠল সবুজে।বাস্তবে এমনই ঘটনা ঘটালেন ব্রাজিলের বুকেই ইনস্টিট্যুটো টেরা নামের জায়গায় এক ব্রাজিলিয়ান দম্পতি। তাদের অদম্য চেষ্টায় হল সবুজ অরণ্য; যা আজ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর আস্তানা।
প্রসঙ্গত ব্রাজিলিয়ান দম্পতি চিত্রসাংবাদিক সেবাস্তিয়াও সালগাদো এবং তার স্ত্রী লেলেয়া ডেলুইজ ওয়ানিক সালগাদোর দীর্ঘ ২০ বছরের চেষ্টায় ধ্বংস হয়ে যাওয়া জঙ্গল প্রতিস্থাপনের এক অনন্য নজির গড়ে তুললেন।
জানা যায় গত ২০ বছর ধরে সেবাস্তিয়াও এবং তার স্ত্রী লেলেয়া ডেলুইজ এই জায়গাটির যত্ন নেন। এখন এই জঙ্গলে ১৭২ প্রজাতির পাখি, ৩৩ রকমের স্তন্যপায়ী, ২৯৩ প্রজাতির গাছপালা এবং ১৫টি প্রজাতির সরীসৃপ রয়েছে। আগামী দিনেও এভাবেই যেন মানবিকতা সবুজত্বের এমনই অনন্য নজির গড়ে।





Made in India