সনাতন গরাই,দুর্গাপুর: মলানদীঘির হরিকি গ্রামে ইলেক্ট্রিক খুঁটিতে ধাক্কা মারে একটি ট্রাক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে হরিকি গ্রাম।জানা গেছে অজয় ঘাট বন্ধ থাকায় এখন এগারোমাইল থেকে মলানদীঘির রাস্তা দিয়ে বেশিরভাগ গাড়ি যাতায়াত করে।এখন অভারলোড ট্রাক ও এই রাস্তা দিয়ে প্রচন্ড গতি তে যাওয়া আসা করে।
মঙ্গলবার বিকালের দিকে হরিকির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি প্রথমে ইলেক্ট্রিক খুঁটিতে ও পরে স্মার্ট হোমের দেওয়ালে ধাক্কা মারে।যার জেরে ভেঙে যায় স্মার্ট হোমের দেওয়াল।এলাকার মানুষ চালক ও খালসিকে আটক করেছে।এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তার উপর বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়,এলাকার মানুষ তুমুল বিক্ষোভ দেখায় পরে মলানদীঘি ফাঁড়ির পুলিশ এসে খালসিকে আটক করে ও রাস্তা যানজট মুক্ত করে।

এলাকার মানুষের জানান এইভাবে এতো গতিতে ট্রাক যাতায়াত করলে আরো ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে।আগে থেকে প্রশাসন ব্যাবস্থা গ্রহণ করুক।
 
			 





 Made in India
 Made in India