বাংলা হান্ট ডেস্ক: গোয়া নামটা শুনলেই চোখের সামনে প্রথমে ভেসে ওঠে বিশাল সমুদ্র। সমুদ্র সৈকতে হাওয়া বড় বড় পার্টি, প্রচুর পর্যটক আরো কত কি। আরব সাগরের তীরে ভারতের এই ছোট্ট রাজ্য গোয়া প্রাকৃতিক সৌন্দর্যে প্রাণবন্ত। সারা বছর হাজার হাজার পর্যটকের ভিড় লেগেই থাকে গোয়াতে। কিন্তু এই রাজ্যের কংগ্রেস বিধায়ক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফালেইরো মনে করছেন, যত দিন যাচ্ছে ভারতের ‘সেক্স ক্যাপিটাল’ হয়ে উঠছে গোয়া। শুধু তাই নয়, তিনি আরো মন্তব্য করেছেন সিনেমার পর্দার মতো দেখতে আরব সাগরের তীরে অবস্থিত এই গোয়া ‘পাপের শহরে’ পরিণত হয়েছে। এর কারণ হিসেবে সরাসরি গোয়ার বিজেপি পরিচালিত সরকারকে দায়ী করেছেন লুইজিনো।
সোমবার গোয়া বিধানসভায় আয়োজিত একটি বৈঠকে পর্যটন বিভাগে অনুদান মঞ্জুরের বিষয়ে বিশদে কথাবার্তা চলছিল। এই আলোচনা পর্বে অংশগ্রহণ করেই কংগ্রেস বিধায়ক বলেছেন, ক্যাসিনো, ড্রাগ ও যৌনব্যবসার লাগামহীনতা গোয়াকে পাপের শহরে পরিণত করেছে। ওনার মতে, ‘‘এরকম ভাবেই এগোতে থাকলে, আমরা ভারতের সেক্স ক্যাপিটালে পরিণত হব। তার পর দেশের ড্রাগ ক্যাপিটালে।’’
গোয়ার এই অবস্থার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজেপি পরিচালিত সরকারকেই সরাসরি দোষারোপ করেছেন। তাঁর অভিযোগ, বর্তমান সরকার শুধুমাত্র রাজস্বের লোভেই, দিন দিন বেড়ে চলা এই সমস্ত জঘন্য কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না।





Made in India