বাংলা হান্ট ডেস্ক: পুলিশের খাঁকি পোশাকের রজনীকান্ত।২৫ বছরের চেনা ছবি সামনে এল আবার, কিন্তু কেন? জানা গেল এ আর মুরুগাডোসের দরবার-এ ৬৮ বছরের অভিনেতাকে ফের দেখা যাবে পুলিশের চরিত্রে।

প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় দেওয়া সেই ছবিতেই মন জয় হয়েছে নেটিজেনের। প্রিয় অভিনেতাকে ফের পুলিশের পোশাকে দেখতে পেয়ে দারুণ খুশি ভক্তরা। জানা যাচ্ছে রজনীকান্ত আপাতত দরবারের শ্যুটিং করছেন মুম্বাই তে,ব্যস্ত আছেন তিনি। ছবিতে রয়েছেন সুনীল শেট্টি ও প্রতীক বব্বরও। রজনীর নায়িকা হবেন নয়নতারা।ছবিতে রজনীর এই লুক তাঁকে প্রায় ২০ বছর ছোট করে দিয়েছে বলে মন্তব্য করেছেন নেটিজেনরা।
পুলিশের উর্দিতে রজনীকান্ত!২৫ বছর পর এই চেনা ছবিতে ফিরে এলেন কেন?
সম্পর্কিত খবর





Made in India