বাংলাহান্ট ডেস্ক: শুক্রবার দুপুরে বাংলাদেশের নারায়নগঞ্জের বুড়িগঙ্গায় বন্ধুদের সাথে স্নান করতে গিয়েছিল ইমন। ষষ্ঠ শ্রেণির ছাত্র ইমন সেদিন থেকেই নিখোঁজ হয়। গতকাল রাত ৮ টায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার করে।
ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন সংবাদমাধ্যমকে জানান, ইমন বন্ধুদের সাথে নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায়। ইমনের বন্ধুরা তাঁকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তার বাড়িতে খবর দেয়। পরে স্থানীয়রা থানায় ও ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরিরা টানা ৮ ঘন্টা তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত ইমনের মৃতদেহ উদ্ধার করে বুড়িগঙ্গা থেকে।





Made in India