বাংলা হান্ট ডেস্ক: বর্ষা আসতে না আসতেই বাড়লো ডেঙ্গির প্রকোপ। উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় বেড়েই চলেছে ডেঙ্গি। রোগী সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে ১৩১ বেডের হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল। ৩০০ ছাড়িয়েছে রোগী সংখ্যা, তার মধ্যে ৭০থেকে ৮০ জন জ্বর নিয়ে চিকিৎসারত রয়েছেন হাসপাতালে।
মঙ্গলবারও আবার ১০ থেকে ১২ জন জ্বর নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। তাঁদের রক্ত পরীক্ষা থেকে শুরু করে সমস্ত কাজ সঠিকভাবে করা হচ্ছে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যাও বাড়ানো হয়েছে। অতিরিক্ত রোগী বেড়ে যাওয়ায় চাপ সামলাতে বারাসাত সরকারি হাসপাতাল থেকে ছ’জন চিকিৎসক, বেশ কয়েকজন নার্স আনা হয়েছে হাবড়া হাসপাতালে। কয়েকজন শিক্ষানবিশ নার্সও আনা হচ্ছে, হাবড়া পুরসভার পক্ষ থেকে হাসপাতাল চত্বরে খোলা হয়েছে ক্যাম্প। পুরকর্মীরা চব্বিশ ঘণ্টা সাহায্য করছেন রোগী ও তাঁদের পরিবারকে।





Made in India