বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, ৩০ এপ্রিল, ধুমধাম করে উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple)। মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প নিয়ে সাজো সাজো রব দিঘায়। দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যে প্রচুর মানুষের সমাগম ঘটবে সেই বিষয়ে সন্দেহ নেই কারও। এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে রেল বিশেষ ট্রেন (Special Train) চালানোর কথা ঘোষণা করেছিল আগে, তবে শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে। রেলের পক্ষ থেকে কারণ হিসেবে “রেলের অভাব” উল্লেখ করা হলেও, ওয়াকিবহল মহলের দাবি, এর নেপথ্যে রয়েছে রাজনীতি।
স্পেশাল ট্রেন দিয়েও শেষ মুহূর্তে হল বাতিল! Digha Jagannath Temple
দিঘার নতুন জগন্নাথ মন্দির ঘিরে সাধারণ মানুষের উত্তেজনা তুঙ্গে। ভক্তদের ভিড় যে উপচে পড়বে সেই রকমই আশা করা হচ্ছে প্রশাসন তরফে। তাই যাতায়াত সহজ করতে রাজ্য সরকার রেলের কাছে বিশেষ ট্রেনের আবেদন করেছিল। সেই অনুরোধ রেখে দক্ষিণ-পূর্ব রেল শনিবার থেকে দুটি বিশেষ লোকাল ট্রেন চালু করেও রবিবার আচমকা তা বন্ধ করে দেয়।
রবিবার ভোরে পাঁশকুড়া স্টেশনে ট্রেন ধরতে এসে যাত্রীরা জানতে পারেন, ট্রেনটি বাতিল হয়েছে। একই অবস্থা দেখা যায় দুপুরে হাওড়া স্টেশনেও। পূর্ব ঘোষণা ছাড়াই ট্রেন পরিষেবা বন্ধ হওয়াকে অনেক যাত্রী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত বলেই মনে করছেন।
ভিডিও দেখুন: https://youtu.be/N5XyZeSTTHs?si=TmXeMWOZDxtx-HN1
প্রসঙ্গত উল্লেখ্য, রেলের তরফে আগে ঘোষণা করা হয়েছিল, “ট্রেন দুটি ২৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত চলবে।” একটি ট্রেন হাওড়া-দিঘা রুটে এবং অপরটি পাঁশকুড়া-দিঘা রুটে চলার কথা ছিল। রেলের ঘোষণায় বলা হয়েছিল, “হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১টা বেজে ১০ মিনিটে। দিঘা পৌঁছবে বিকেল ৫.৩৫ মিনিটে। সেখান থেকে পৌনে ছ’টায় ছেড়ে হাওড়া আসবে রাত ১০ টা বেজে ৩৫ মিনিটে।”

অন্যদিকে, “পাঁশকুড়া থেকে ভোর পৌনে পাঁচটায় ছাড়ার কথা ছিল ট্রেনটি।” তবে, শেষ পর্যন্ত এই দুটি স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে। যদিও নিয়মিত যে দুটি ট্রেন — ‘কাণ্ডারী’ ও ‘তাম্রলিপ্ত এক্সপ্রেস’ — হাওড়া থেকে দিঘার মধ্যে চলাচল করে, সেগুলি স্বাভাবিকভাবেই চলবে।





Made in India