বাংলা হান্ট ডেস্কঃ আদালতের রায়ের চাকরি হারিয়ে পথে চাকরিহারা শিক্ষক, শিক্ষাকর্মীরা। বৃহস্পতিবার থেকে বিকাশ ভবনের সামনে অবস্থানে চাকরিহারা শিক্ষকদের (Teachers) একাংশ। সেখানে পুলিশের হাতে মার, ধাক্কাও খেতে হয়েছে তাদের। এবার সেই শিক্ষকদেরই থানায় তলব করে দেওয়া হল নোটিস।
চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে বড় পদক্ষেপ | Teachers
বিধাননগর উত্তর থানায় শিক্ষকদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিসে সাফ বলা হয়েছে, হাজিরা না দিলে তাদের গ্রেফতার পর্যন্ত করা হতে পারে। সোমবার ও বুধবারের মধ্যে ডাকা হয়েছে শিক্ষকদের। এদের মধ্যে চাকরিহারাদের আন্দোলনের বড় মুখ মেহবুব মণ্ডলকে আলাদা নোটিস পাঠিয়ে, সোমবার থানায় তলব করেছে পুলিশ।
জানা গিয়েছে, বৃহস্পতিবারের বিকাশভবনে, সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি কর্মীদের কাজে বাধা, হুমকির অভিযোগ, কর্তব্যরত পুলিশকর্মীদের মারধর সহ একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছে চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে। জামিন অযোগ্য ধারাতেও রয়েছে মামলা।
উল্লেখ্য, জামিন অযোগ্য ধারা সহ চাকরিহারাদের বিরুদ্ধে মোট ১৫টি ধারায় মামলা রুজু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। প্রসঙ্গত, নিয়োগে দুর্নীতির জেরে এপ্রিল মাসে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। এক ধাক্কায় চাকরি হারান ২৫,৭৩৫ জন শিক্ষক, শিক্ষাকর্মী। আদালতের রায়ের পর রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলেছেন চাকরিহারাদের একটা অংশ। পথে নেমেছেন তারা। দফায় দফায় চলছে অবস্থান বিক্ষোভ।
ভিডিও দেখুন: https://youtu.be/jcPMBx8GxNo?si=UTUcIxTQsIhuoJ7f
চাকরিহারাদের বিক্ষোভ ঘিরে সম্প্রতি রণক্ষেত্রের চেহারা নেয় বিকাশ ভবন। বৃহস্পতিবার থেকে বিকাশ ভবনের সামনে অবস্থানে চাকরিহারা শিক্ষকদের (Teachers) একাংশ। ওই দিন রাতেই বিক্ষোভকারীদের উপর চলে পুলিশি লাঠিচার্জ। বিকাশভবনে হঠাৎই পুলিশ-চাকরিহারা খণ্ডযুদ্ধ বেঁধে যায়। বিকাশভবনের গেট পর্যন্ত ভেঙে যায়।

এরপরই চাকরিহারাদের তুলতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। যার জেরে বেশ কিছু জন আহত হন। হাত-পা ভেঙে যায়, মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড। বেশ কিছু পুলিশ কর্মীও আহত হন। তবে পুলিশের মার খেয়েও নিজেদের অবস্থানে অনড় চাকরিপ্রার্থীরা।
বিকাশ ভবন চত্বরে ধর্নার ১২ দিনে পড়ল। সেই শিক্ষকদের বিরুদ্ধেই দায়ের হল মামলা।





Made in India