বাংলা হান্ট ডেস্কঃ বিকাশভবনের ঘটনার জেরে চাকরিহারা শিক্ষকদের (Teachers) থানায় তলব করে দেওয়া হয়েছিল নোটিস। বলা হয়েছিল, তলব এড়িয়ে গেলে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে। দেখা গেল পুলিশি হুঁশিয়ারীর পরও তলবে সাড়া দিলেন না চাকরিহারা তিন শিক্ষক। তাঁদের সাফ দাবি, আইনি পরামর্শ নিয়ে তবে তাঁরা হাজিরা এড়িয়েছেন। এরপরও সব আইনি পথেই হবে।
হাজিরা দিলেন না একাধিক শিক্ষক | Teachers
চাকরিহারাদের বিক্ষোভ ঘিরে সম্প্রতি রণক্ষেত্রের চেহারা নেয় বিকাশ ভবন। বৃহস্পতিবার থেকে বিকাশ ভবনের সামনে অবস্থানে চাকরিহারা শিক্ষকদের একাংশ। ওই দিন রাতেই বিক্ষোভকারীদের উপর চলে পুলিশি লাঠিচার্জ। বিকাশভবনে হঠাৎই পুলিশ-চাকরিহারা খণ্ডযুদ্ধ বেঁধে যায়। বিকাশভবনের গেট পর্যন্ত ভেঙে যায়।
আরও পড়ুন: ‘আমি বাবার কাছে যাব,’ কী ইচ্ছা ছিল প্রীতমের? ছেলের মৃত্যুর ঠিক আগে যা বলেছিলেন রিঙ্কু…
এরপরই চাকরিহারাদের তুলতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। যার জেরে বেশ কিছু জন আহত হন। বেশ কিছু পুলিশ কর্মীও আহত হন। এই ঘটনার পরই বিকাশভবনে, সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি কর্মীদের কাজে বাধা, হুমকির অভিযোগ, কর্তব্যরত পুলিশকর্মীদের মারধর সহ একাধিক অভিযোগে মামলা দায়ের হয় চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে। জামিন অযোগ্য ধারাতেও মামলা করা হয়।
বিধাননগর উত্তর থানায় শিক্ষকদের হাজিরার নির্দেশ দিয়ে বলা হয়েছিল হাজিরা না দিলে তাদের গ্রেফতার পর্যন্ত করা হতে পারে। বলা হয়েছিল, ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র নির্দিষ্ট ধারায় গ্রেফতার করা হবে। জামিন অযোগ্য ধারা সহ চাকরিহারাদের বিরুদ্ধে মোট ১৫টি ধারায় মামলা রুজু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।
ভিডিও দেখুন: https://youtu.be/jcPMBx8GxNo?si=UTUcIxTQsIhuoJ7f
তবে তার পরেও হাজিরা দিলেন না তিন চাকরিহারা শিক্ষক। এই বিষয়ে চাকরিহারাদের পক্ষে সঙ্গীতা সাহা বলেন, ”আমরা আইনি পরামর্শ নিয়েছি। আইনজীবীদের সঙ্গে কথা বলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”