বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তানে (Pakistan) সক্রিয় জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের (জেইএম) কমান্ডার মাওলানা আব্দুল আজিজ ইসারের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার পাকিস্তানের বাহাওয়ালপুরে রহস্যজনক পরিস্থিতিতে জইশ সন্ত্রাসবাদী আজিজের মৃতদেহ পাওয়া যায়। জইশ-ই-মোহাম্মদের সাথে যুক্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে যে আজিজ মারা গেছে।
জইশ কমান্ডারের পাকিস্তানে (Pakistan) রহস্যমৃত্যু:
এমতাবস্থায়, আজিজকে তার জন্মস্থান নূর আশরাফওয়ালা গ্রামে সমাহিত করা হবে বলেও জানা গিয়েছে। তবে, আজিজের মৃত্যু কীভাবে হল সেই সম্পর্কে কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি। দাবি করা হচ্ছে সে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আজিজ তার ভারতবিরোধী অবস্থানের জন্য পরিচিত ছিল। অপারেশন সিঁদুরের পরেও, সে ভারতের বিরুদ্ধে বিষ উগরে দিয়েছিল।

তবে, পাকিস্তানের (Pakistan) আধিকারিকরা এখনও আনুষ্ঠানিকভাবে আজিজের মৃত্যুর বিষয়টি স্বীকার করেনি। উল্লেখ্য যে, মাওলানা আব্দুল আজিজ গত মাসে ভারতকে হুমকি দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল। সে ভারতকে আক্রমণ করে এবং দেশকে কয়েকটি অঞ্চলে বিভক্ত করার হুমকিও দিয়েছিল।
আরও পড়ুন: বিনা অপরাধে জেলে কেটেছে ৪৩ বছর! দীর্ঘ আইনি লড়াই শেষে মুক্তি পেলেন ১০৪ বছরের বৃদ্ধ
জানিয়ে রাখি যে, অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত যেসব শহর আক্রমণ করেছে, তার মধ্যে বাহাওয়ালপুর ছিল জইশ-ই-মোহাম্মদের প্রধান কার্যালয়। এমন পরিস্থিতিতে অপারেশন সিঁদুরের পর আজিজ ক্ষুব্ধ হয়ে ওঠে। আব্দুল আজিজ পাকিস্তানের (Pakistan) পাঞ্জাব প্রদেশের ভাক্কর জেলার আশরাফওয়ালের বাসিন্দা ছিল।
আরও পড়ুন: IPL ২০২৫-এর ফাইনালে কাকতালীয় ঘটনা! কোহলির হাতেই উঠবে ট্রফি? সংকেত পেলেন অনুরাগীরা
আজিজ দীর্ঘদিন ধরেই জইশের সাথে যুক্ত ছিল এবং ওই জঙ্গিগোষ্ঠীর শীর্ষ সন্ত্রাসবাদীদের মধ্যে অন্যতম একজন ছিল। ভারতে বহু সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনার মূল পরিকল্পনাকারী হিসেবে তাকে বিবেচনা করা হয়। এদিকে, মাওলানা আজিজের মৃত্যু জইশের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। তবে পাকিস্তানের (Pakistan) মিডিয়া, সেনাবাহিনী এবং সরকার তার মৃত্যু নিয়ে নীরবতা পালন করছে।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:





Made in India