বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় ক্রমশ চাপ বাড়ছে RCB-র! গ্রেফতার হলেন কোহলির ঘনিষ্ঠ বন্ধু

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বেঙ্গালুরুতে পদপিষ্ট (Bengaluru Stampede) হওয়ার ঘটনায় ক্রমশ চাপ বাড়ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তথা RCB-র। ওই দলের IPL-এ তাদের প্রথম চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ উদযাপন করতে গিয়েই ভয়াবহ দুর্ঘটনার ঘটে। যেখানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের। ইতিমধ্যেই RCB সহ কর্ণাটকের ক্রিকেট বোর্ড থেকে শুরু করে একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এমনকি, কিছুজনকে আবার গ্রেফতারও করা হয়েছে। জানা গিয়েছে, RCB-র মার্কেটিং হেড নিখিল সোসলেকে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে পুলিশ গ্রেফতার করেছে।

বেঙ্গালুরুতে পদপিষ্ট (Bengaluru Stampede) হওয়ার ঘটনায় গ্রেফতার বিরাট কোহলির ঘনিষ্ঠ:

পুলিশ নিয়েছে অ্যাকশন: জানিয়ে রাখি যে, বেঙ্গালুরু পুলিশ, RCB-র ডিয়াজিও ইন্ডিয়ার মার্কেটিং হেড নিখিল সোসালেকে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে সেই সময়ে গ্রেফতার করেন, যখন তিনি মুম্বাই যাওয়ার জন্য একটি বিমান ধরার চেষ্টা করছিলেন। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি, পুলিশ তাঁর কাছ থেকে এটাও জানার চেষ্টা করছে যে এই দুর্ঘটনার (Bengaluru Stampede) আসল কারণ কী? এছাড়াও, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি DNA-র সুনীল ম্যাথিউকেও পুলিশ গ্রেফতার করেছে।

Virat Kohli's friend arrested in Bengaluru Stampede incident.

জানিয়ে রাখি যে, RCB-র ভিকট্রি প্যারেডের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল DNA এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড। এদিকে, কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব শঙ্কর এবং কোষাধ্যক্ষ জয়রাম বর্তমানে পলাতক। উল্লেখ্য যে, RCB-র দুর্দান্ত ব্র্যান্ডিংয়ের সবচেয়ে বড় মুখ হলেন নিখিল। খবর অনুসারে, নিখিল ২০০৮ সাল থেকে দলের সাথে যুক্ত।

আরও পড়ুন: কাশ্মীরে বিশ্বের সর্বোচ্চ রেল সেতুতে তেরঙ্গা হাতে হাঁটলেন মোদী! জোড়া বন্দে ভারতের করলেন উদ্বোধন

নিখিলের স্ত্রী অনুষ্কা শর্মার বন্ধু: IPL ২০২৫-এ একজন মহিলাকে প্রায়শই অনুষ্কা শর্মার সাথে খেলা উপভোগ করতে দেখা যেত। তিনি আর কেউ নন, নিখিল সোসালের স্ত্রী মালবিকা নায়ক। নিখিলের মতো, তিনিও বিজনেস ডেভেলপমেন্ট এবং ব্যবসায়িক পার্টনার হিসেবে কাজ করেন। বিরাট এবং অনুষ্কার নিখিল ও মালবিকার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এমনকি, বিরাট ইন্সটাগ্রামে নিখিলকে ফলোও করেন।

আরও পড়ুন: ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বে বিপুল ক্ষতি মাস্কের! একদিনেই হারালেন পাকিস্তানের বাজেটের চেয়েও বেশি সম্পদ

মুখ্যমন্ত্রী নিয়েছেন বড় পদক্ষেপ: বেঙ্গালুরুতে পদপিষ্টের (Bengaluru Stampede) ঘটনায়, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া পুলিশকে দায়ী করেন। এরপর পুলিশ কমিশনার সহ একাধিক আধিকারিকদের বরখাস্ত করা হয়। পরবর্তীতে, কর্ণাটকের IPS অফিসার সীমান্ত কুমার সিংকে বেঙ্গালুরুর নতুন পুলিশ কমিশনার করা হয়। তারপর থেকে, পুলিশ ক্রমাগত এই দুর্ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করছে।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।