বাংলা হান্ট ডেস্কঃ রেড রোডে ইদের নামাজ নিয়ে এই বছর অনিশ্চয়তা তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হস্তক্ষেপের পর সেই জট খোলে। অবশেষে শনিবার ঐতিহাসিক রেড রোডেই ইদের নামাজ অনুষ্ঠিত হয়। এদিন আবার চেতলা মসজিদে নামাজ শেষ করে নানান ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে রাজনীতি করার অভিযোগে সরব হন তিনি।
মোদীকে নিশানা করে কী কী বললেন ফিরহাদ (Firhad Hakim)?
ইদ-উজ-জোহা উপলক্ষ্যে নামাজের জন্য এদিন চেতলা মসজিদে যান রাজ্যের মন্ত্রী। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নানান ইস্যুতে প্রধানমন্ত্রীকে নিশানা করেন। মোদীর বিরুদ্ধে অপারেশন সিঁদুর ইস্যুতে রাজনীতি করার অভিযোগ এনেছেন তৃণমূল নেতা। তাঁর দাবি, সেনাবাহিনী লড়াই করেছে, এখানে পিএম মোদীর কোনও কৃতিত্ব নেই।
ফিরহাদের কথায়, ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল! সেনাবাহিনী লড়াই করেছে, এখানে প্রধানমন্ত্রীর কোনও কৃতিত্ব নেই। বরং একটা বড় দেশের ভয়ে উনি কাপুরুষের মতো সেনাবাহিনীকে আটকে দিয়েছেন। আবার রাজ্যে ঘুরে ঘুরে সেনাবাহিনীর সাফল্য নিয়ে রাজনীতি করছেন’।
আরও পড়ুনঃ উত্তরের পর দক্ষিণ, জুনেই নন্দীগ্রামে মোদী! ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী
অপারেশন সিঁদুরের পর মে মাসে প্রথম রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী। আলিপুরদুয়ারে সভা করেছিলেন তিনি। শোনা যাচ্ছে, আগামী ২০ জুন ফের বাংলায় আসতে পারেন মোদী (Narendra Modi)।
এই বিষয়ে ফিরহাদ বলেন, ‘নির্বাচন এলেই ওরা বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে। এবারও সেটা শুরু করেছে। কিন্তু আগেরবারের ২০০ পারের ডাকের মতো এবারও বাংলার মানুষ ওদের পগারপার করে দেবে’।
উল্লেখ্য, অপারেশন সিঁদুর নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ এর আগেও তুলেছে তৃণমূল। এদিন ফিরহাদের (Firhad Hakim) মুখেও সেকথাই শোনা যায়। রাজ্যের পুরমন্ত্রীর দাবি, ভারতীয় সেনা লড়েছে। এখানে মোদীর কৃতিত্বের কিছু নেই। উল্টে প্রধানমন্ত্রী একটি বড় দেশের ভয়ে কাপুরুষের মতো সেনাকে আটকে দিয়েছেন বলে দাবি করেন তৃণমূল নেতা।