বাংলা হান্ট ডেস্কঃ ইদের আবহেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের (Government Employees) জন্য বড় সুখবর। সদ্য সপ্তম বেতন কমিশনে ২% হারে ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করেছিল সরকার। সেই সঙ্গেই বিগত কয়েক মাসের বকেয়া জুনে মিটিয়ে দেওয়া হবে বলে জানানো হয়। এবার ষষ্ঠ বেতন কমিশনে মহার্ঘ ভাতা বাড়াল সরকার। একধাক্কায় ৬% হারে ডিএ (DA) বাড়ানো হল।
ষষ্ঠ বেতন কমিশনে এবার কত শতাংশ হারে ডিএ (Dearness Allowance) মিলবে?
গত ৪ জুন চলতি বছরের সরকারি আদেশ নং ১৫৬ এফ জারি করা হয়। সেখানে বলা হয়, জম্মু ও কাশ্মীর সরকারের অধীন থাকা পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের ডিএ বাড়ানো হচ্ছে। এই ঘোষণার ফলে বহু অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর মুখে হাসি ফুটেছে।
এর আগে জম্মু ও কাশ্মীরের ষষ্ঠ বেতন কমিশনের (6th Pay Commission) অধীন থাকা পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরা ২৪৬% হারে মহার্ঘ ভাতা পেতেন। তবে এবার সেটা একধাক্কায় ৬% হারে বাড়িয়ে দিয়েছে সরকার। এবার তা মৌলিক পেনশনের ২৫২% করে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ মমতার ছবি দিয়ে ইদের শুভেচ্ছা! BJP লিখল, ‘যারা উদযাপন করেন, সবাইকে ইদ মোবারক’
ষষ্ঠ বেতন কমিশনের অধীন পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের ডিএ বৃদ্ধির পাশাপাশি সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) অধীন পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদেরও মহার্ঘ ভাতা বাড়িয়েছে জম্মু ও কাশ্মীর সরকার। এতদিন অবধি তাঁরা ৫৩% হারে ডিএ পেতেন, এবার থেকে ৫৫% হারে পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ডিএ-র নয়া হার কার্যকর হবে। বিগত কয়েক মাসের বকেয়া জুন মাসেই দিয়ে দেওয়া হবে। ইদের আবহে সরকারের এই ঘোষণার ফলে জম্মু ও কাশ্মীরের হাজার হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর মুখে হাসি ফুটেছে।
উল্লেখ্য, বিগত কয়েক মাসে কেন্দ্র সহ একাধিক রাজ্য সরকার ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করেছে। এবার সেই তালিকায় জুড়ল জম্মু ও কাশ্মীরের নাম। ষষ্ঠ ও সপ্তম বেতন কমিশনের অধীন থাকা পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বাড়াল সরকার।