বাংলা হান্ট ডেস্ক: রবিবার অর্থাৎ ৮ জুন লখনউয়ের বিলাসবহুল সেন্ট্রাম হোটেলে আয়োজিত এক ব্যক্তিগত অনুষ্ঠানে ভারতের তারকা ক্রিকেটার রিঙ্কু সিং (Rinku Singh) সাংসদ প্রিয়া সরোজের সাথে বাগদান সম্পন্ন হয়। বাগদানের মঞ্চে প্রিয়া সরোজ আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তাঁর চোখ জলও দেখা যায়। এই অনুষ্ঠানে প্রিয়া গোলাপি লেহেঙ্গা পরেন। অপরদিকে, রিঙ্কু পরেন শেরওয়ানি।
সম্পন্ন হল রিঙ্কু (Rinku Singh)-প্রিয়ার বাগদান:
এদিকে, এই অনুষ্ঠানের আগে, রিঙ্কু (Rinku Singh) তাঁর পরিবারের সাথে উত্তরপ্রদেশের বুলন্দশহরের চৌধেরা ওয়ালী বিচিত্রা দেবী মন্দিরে আশীর্বাদ নিতে যান। রিঙ্কুর বাগদান অনুষ্ঠানে ভারতের প্রাক্তন ক্রিকেটার প্রবীণ কুমার এবং পীযূষ চাওলা সহ, উত্তরপ্রদেশের রঞ্জি দলের অধিনায়ক আরিয়ান জুয়ালও উপস্থিত ছিলেন।

এছাড়াও, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, সাংসদ ডিম্পল যাদব এবং প্রিয়া সরোজের ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মী সাংসদ ইকরা হাসানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমাজবাদী পার্টির সিনিয়র নেতা অধ্যাপক রাম গোপাল যাদব এবং কংগ্রেস নেতা রাজীব শুক্লাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
কী জানিয়েছেন প্রিয়া সরোজের বাবা: সমাজবাদী পার্টির বিধায়ক তথা প্রিয়া সরোজের বাবা তুফানি সরোজ ANI-কে বলেন, “আজ বাগদান অনুষ্ঠান এবং আমরা এখানে এর জন্য জড়ো হয়েছি। আমরা খুবই খুশি যে আজ প্রিয়া সরোজের বাগদান হচ্ছে।” তিনি আরও জানান, “রিঙ্কু (Rinku Singh) এবং প্রিয়া একে অপরকে অনেক দিন ধরে চেনে। প্রিয়ার বন্ধুর বাবার মাধ্যমে তাঁদের পরিচয়। উভয় পরিবারের আশীর্বাদে তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে।”
আরও পড়ুন: RBI-র একটি সিদ্ধান্তেই খুলল কপাল! গ্রাহকদের স্বস্তি দিয়ে বড় ঘোষণা PNB-র
প্রিয়া সরোজ কে: প্রসঙ্গত উল্লেখ্য যে, প্রিয়া সরোজ ১৯৯৮ সালের ২৩ নভেম্বর উত্তরপ্রদেশের বারাণসীতে জন্মগ্রহণ করেন। তিনি বারাণসীর করখিয়ান গ্রামের বাসিন্দা। প্রিয়া বহু বছর ধরে সমাজবাদী পার্টির সাথে যুক্ত এবং গত বছর মাত্র ২৫ বছর বয়সে জৌনপুর জেলার মাছলিশহর আসন থেকে লোকসভায় নির্বাচিত হন। প্রিয়া নয়াদিল্লির এয়ার ফোর্স গোল্ডেন জুবিলি ইনস্টিটিউট থেকে তাঁর শিক্ষাজীবন সম্পন্ন করেন। এদিকে, তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। প্রিয়া উত্তর প্রদেশের নয়ডার অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রিও অর্জন করেছেন।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:





Made in India