বাংলাহান্ট ডেস্ক : ইদ উপলক্ষে সামনে এল ভারত এবং বাংলাদেশের (India-Bangladesh) পারস্পরিক সৌহার্দ্যের ছবি। বকরি ইদ উপলক্ষে গত ৪ ঠা জুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে একটি চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬ ই জুন সেই চিঠির জবাব দিয়েছেন ইউনূস। সেখানেই পারস্পরিক শ্রদ্ধা এবং সমঝোতার বার্তা দেন তদারকি সরকারের প্রধান।
ইদ উপলক্ষে ভারতকে শুভেচ্ছা বাংলাদেশের (India-Bangladesh)
গত ৪ ঠা জুন ইদের শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদী লেখেন, ‘ভারত সরকারের তরফে আপনাকে এবং বাংলাদেশের (India-Bangladesh) মানুষকে ইদের শুভেচ্ছা। ভারতের সাংষ্কৃতিক ঐতিহ্যের এক অঙ্গ এই উৎসব। দেশের লক্ষ লক্ষ মুসলিম ধর্মাবলম্বী মানুষ এই উৎসবে অংশগ্রহণ করেন। এই উৎসব আমাদের আত্মত্যাগ, সহানুভূতি এবার ভ্রাতৃত্ববোধের মূল্য বোঝায় যা এক শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তোলার জন্য প্রয়োজন। আপনার সুস্বাস্থ্যের কামনা করি’।
কী লিখলেন ইউনূস: এই চিঠির ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন মহম্মদ ইউনূস। সঙ্গে নিজের পাঠানো চিঠিটিও সামনে এনেছেন তিনি। চিঠিতে মোদী তথা ভারতীয়দের ইদের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘ইদ উপলক্ষে আপনার বার্তা দু দেশের মধ্যে পারস্পরিক মূল্যবোধের প্রতিফলন। উৎসব, আত্মত্যাগ, সংহতির চেতনায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের কাছে আনে ইদ। সমগ্র বিশ্বের মানুষের সুবিধার্থে সকলকে একসঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করে।’ চিঠিতে ইউনূস এও কামনা করেছেন, দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং সমঝোতা আরো এগিয়ে যেতে সহায়তা করবে।
আরো পড়ুন : শহিদের স্ত্রীকেও ছাড়ল না, হিমাংশীর অশ্লীল ভিডিও ভাইরাল পর্ন সাইটে! গ্রেফতার মহিবুল-গুলাম
আচমকাই সুর বদল: উল্লেখ্য, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরেই দুই দেশের মধ্যে পারস্পরিক সুসম্পর্কও বিঘ্নিত হয়। নতুন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে (India-Bangladesh) সংখ্যালঘুদের উপরে অত্যাচারের ঘটনায় একাধিক বার কড়া বার্তা দিয়েছে ভারত সরকার। উপরন্তু ইউনূসের ভারত বিরোধিতা এবং পাকিস্তান ও চিন প্রীতি নিয়েও হয়েছে বিতর্ক।
আরো পড়ুন : মুকুটে জুড়ল নতুন পালক, অবসর গ্রহণের পর এবার বিরাট দায়িত্ব পেলেন প্রাক্তন CJI ডিওয়াই চন্দ্রচূড়
চিন সফরে গিয়ে ভারতের ‘সেভেন সিস্টার্স’ নিয়ে মন্তব্য করায় বাংলদেশের সঙ্গে বাণিজ্যেও বড় ঝটকা দিয়েছে নয়াদিল্লি। এমতাবস্থায় বারংবার দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে প্রশ্ন উঠেছে। তাই এই পরিস্থিতিতে ইদের শুভেচ্ছা বার্তায় ইউনূসের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।