বাংলাহান্ট ডেস্ক : দুর্ঘটনার কবলে আরো এক কারখানা। ফার্নেস বিস্ফোরণ হয়ে ভয়াবহ বিষ্ফোরণ হল বর্ধমানের (Bardhaman) পালিতপুরের লোহার রড তৈরির কারখানায়। ১১ জন শ্রমিক জখম হয়েছেন এই দুর্ঘটনায়। মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি পাঠানো হয় বর্ধমান (Bardhaman) মেডিকেল কলেজ হাসপাতালে।
বর্ধমানের (Bardhaman) কারখানায় ভয়াবহ বিষ্ফোরণ
আজ, সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনা ঘটে বলে খবর। জানা গিয়েছে, প্রতিদিনের মতোই এদিনও শিফটে কাজ চলছিল কারখানায়। হঠাৎ করেই একটি ফার্নেস তীব্র বিষ্ফোরণ হয়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেটি। লোহার রড তৈরির কাঁচামাল লরি থেকে নামানোর সময় উপস্থিত ছিলেন গাড়ির চালক। ফার্নেসের একটি অংশ ভেঙে পড়ে তার উপরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

তদন্তে নেমেছে পুলিশ: দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন বহু শ্রমিক। উদ্ধারকাজ শুরু হলে ১১ জন শ্রমিককে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমান (Bardhaman) মেডিকেল কলেজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ আধিকারিকরা। জানা গিয়েছে, প্রায় ৪০০-র উপরে শ্রমিক কাজ করেন ওই কারখানায়। এই দুর্ঘটনা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ কথা বলেছে বলে খবর।
আরো পড়ুন : ভোটের আগেই বিরাট ‘চাল’! ফুরফুরার পীরজাদা কাশেম সিদ্দিকীকে রাজ্য সম্পাদকের পদ দিল তৃণমূল
কীভাবে ঘটল দুর্ঘটনা: হঠাৎ কীভাবে ঘটল এই দুর্ঘটনা? নিরাপত্তার দিকটা কি আদৌ মেনে চলা হত? ফার্নেস সহ অন্যান্য যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ কতটা কী হত তা নিয়ে খোঁজখবর করা হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশের তরফে। দুর্ঘটনায় মৃত ব্যক্তির দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে বলে খবর।
আরো পড়ুন : তাঁর অভিযোগেই গ্রেফতার শর্মিষ্ঠা, নেট মাধ্যমে ঘৃণা ছড়ানোর অভিযোগে পুলিশের জালে ওয়াজাহাত
বর্ধমানের কারখানায় দুর্ঘটনার জেরে গুরুতর জখম হয়েছেন ১১ জন শ্রমিক। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাদের চিকিৎসা চলছে বর্ধমান মেডিকেল কলেজে।





Made in India