বাংলা হান্ট ডেস্কঃ ‘অপারেশন সিঁদুর’ পরবর্তী সময়ে সমাজেরমাধ্যমে একটি ভিডিওতে সংশ্লিষ্ট একটি ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে (Sharmistha Panoli)। বহু কাঠখড় পুড়িয়ে সম্প্রতি কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জামিন পেয়েছেন আইনের ছাত্রী শর্মিষ্ঠা। উচ্চ আদালত জামিন দিয়ে বেশ কিছু পর্যবেক্ষণ দেয়৷ সেই নিয়েই আপত্তি তুলে এবার পালটা ডিভিশন বেঞ্চে পশ্চিমবঙ্গ সরকার।
কী বলল হাইকোর্ট? Calcutta High Court
আদালতেরপর্যবেক্ষণের কিছু অংশে আপত্তি জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য। জামিন মামলায় একক বেঞ্চের নির্দেশের কিছু অংশ বাদ দেওয়ার আর্জি জানায় রাজ্য সরকার৷
সূত্রের খবর, রাজ্যের আবেদনে সাড়া দেয়নি ডিভিশন বেঞ্চ। এখনই মামলা দায়েরের অনুমতি দেয়নি হাইকোর্ট। উল্লেখ্য, শর্মিষ্ঠাকে জামিন দিতে গিয়ে পর্যবেক্ষণে বিচারপতি জানান শর্মিষ্ঠার বিরুদ্ধে যান্ত্রিকভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল৷ এছাড়াও আরও একাধিক পর্যবেক্ষণ ছিল হাইকোর্টের। সেই পর্যবেক্ষণের কিছু অংশ নিয়ে আপত্তি রাজ্য সরকারের।
যদিও এখনই মামলা দায়েরের অনুমতি মেলেনি। পরবর্তীতে এই মামলা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার শর্মিষ্ঠাকে শর্তসাপেক্ষে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান শর্মিষ্ঠা। হাইকোর্টের নির্দেশ, পুলিশি নিরাপত্তা দিতে হবে, পাসপোর্ট জমা দিতে হবে শর্মিষ্ঠাকে। দেশের বাইরে যেতে হলে হাইকোর্টের অনুমতি লাগবে।
ভিডিও দেখুন: https://youtu.be/QMqVPtvLFkA?si=LqACjFKJlCzMChlS
শর্ত, শুধুমাত্র পড়াশোনার জন্যই বিদেশে যেতে পারবেন শর্মিষ্ঠা (Sharmistha Panoli)। তবে সেক্ষেত্রেও হাইকোর্টের অনুমতি নিতে হবে তাকে। প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের প্রশংসা করতে গিয়ে একটি নির্দিষ্ট ধর্মকে নিশানা করে বসেন শর্মিষ্ঠা পানোলি (Sharmistha Panoli)। এমনটাই অভিযোগ।
এরপর গত ১৫ ই মে কলকাতায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওয়াজাহাত খান নামে এক ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতেই গুরুগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছিল শর্মিষ্ঠাকে। তবে বর্তমানে তিনি জামিনে মুক্ত।