বাংলা হান্ট ডেস্কঃ জুন মাসের শুরুতেই বর্ষা ঢুকবে বলে শোনা গিয়েছিল। কিন্তু প্রায় অর্ধেক মাস শেষ হতে চললেও বর্ষার (Monsoon) দেখা নেই। হাঁসফাঁস গরমে নাজেহাল রাজ্যবাসী। এই পরিস্থিতিতে মর্নিং ক্লাস শুরু করা যায় কিনা তা নিয়ে নানান মহলে চর্চা শুরু হয়েছিল। এবার রাজ্যের বিদ্যালয়গুলিতে ২ দিনের ছুটি ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। বৃহস্পতিবার সকালে এই ঘোষণা করেছেন তিনি।
কবে কবে বন্ধ থাকবে রাজ্যের স্কুল? জানিয়ে দিলেন ব্রাত্য (Bratya Basu)
গরমের ছুটি (Summer Vacation) কাটিয়ে কিছুদিন আগেই ফের বাংলার বিদ্যালয়গুলিতে ক্লাস শুরু হয়েছে। শোনা গিয়েছিল, এই বছর সময়ের আগেই রাজ্যে বর্ষা ঢুকতে পারে। যদিও পরিবর্তিত পরিস্থিতিতে তেমনটা হয়নি। উল্টে হু হু করে বেড়েছে গরম। এই অবস্থায় রাজ্যের পার্বত্য এলাকা বাদে সকল সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পঠনপাঠন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল।
এদিন সকালে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন রাজ্যের শিক্ষামন্ত্রী। সেখানে লেখা, ‘কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি হয়েছে বলে জানা গিয়েছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১৩.০৬.২০২৫ ও ১৪.০৬.২০২৫ তারিখে রাজ্যের (পার্বত্য এলাকা ব্যতীত) সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিখন কার্যক্রম স্থগিত রাখা হবে। সংশ্লিষ্ট বোর্ড ও সংসদ কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে’।
আরও পড়ুনঃ কলেজ ছাত্রীকে ৪৫ বার ছুরির কোপ! দোষীর ফাঁসির সাজা রদ করে বড় নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট
অন্যদিকে হাওয়া অফিসের পূর্বাভাস আবার বলছে, আগামী ১৪ জুন থেকে পূর্ব ও মধ্য ভারত এবং তার সংলগ্ন অঞ্চলে মৌসুমি অক্ষরেখা সক্রিয় হতে পারে। সেক্ষেত্রে ১৬ জুনের আগে বর্ষা ঢোকার পরিস্থিতি তৈরি হবে না। অর্থাৎ পরিস্থিতি যদি সব ঠিক থাকে তাহলে আগামী সপ্তাহে রাজ্যে বর্ষা প্রবেশ করতে পারে।
সেই কারণেই মনে করা হচ্ছে, রাজ্যের বিদ্যালয়গুলিতে মর্নিং ক্লাস শুরু না করে দু’দিনের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কিছু জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি হওয়া শুক্র ও শনিবার পঠনপাঠন স্থগিত রাখা হবে। এদিন এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। ইতিমধ্যেই রাজ্যের বিদ্যালয়গুলিতে এই নির্দেশিকা পাঠানো হচ্ছে বলে খবর।