আজও উত্তপ্ত বিধানসভা, মুর্শিদাবাদ-মহেশতলার মুলতুবি প্রস্তাব খারিজে বিক্ষোভ! গেরুয়া পতাকা হাতে প্রতিবাদ BJP-র

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বুধবারের পর বৃহস্পতিবারও হট্টগোল বজায় রইল বিধানসভায়। বাদল অধিবেশনে যোগ দিতে এদিন গলায় গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় পৌঁছান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি (BJP) বিধায়করা। এদিন সকালেই বিরোধী দলনেতা বলেছিলেন, মহেশতলার ঘটনার প্রতিবাদে অধিবেশন কক্ষের ভেতরে এবং বাইরে প্রতিবাদ হবে। সেইমতো মুর্শিদাবাদ হিংসা এবং মহেশতলার ঘটনা নিয়ে মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি (BJP) বিধায়করা। কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তা খারিজ করে দিতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন গেরুয়া শিবিরের বিধায়করা।

জোড়া মুলতুবি প্রস্তাব খারিজে বিধানসভায় বিক্ষোভ বিজেপির (BJP)

বৃহস্পতিবার বিধানসভায় মুর্শিদাবাদ হিংসা এবং মহেশতলার ঘটনা নিয়ে মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি (BJP) বিধায়করা। কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তা খারিজ করে দেন আদালতে বিচারাধীন বিষয় নিয়ে আলোচনা সম্ভব নয় বলে। তারপরেই বিক্ষোভ শুরু করেন বিজেপি (BJP) বিধায়করা। জানা গিয়েছে, গেরুয়া পতাকা হাতে নিয়ে স্পিকারের চেয়ারের সামনে গিয়ে চিৎকার করে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

Bjp protest at west bengal assembly on thursday

স্পিকারের চেয়ারের সামনে বিক্ষোভ: এদিকে বিরোধীদের বিক্ষোভের মাঝেই অধিবেশন চলতে থাকে বিধানসভার ভেতরে। বিজেপির (BJP) স্লোগানের মাঝেই পরপর বক্তৃতা দিতে থাকেন তৃণমূলের একের পর এক মন্ত্রী বিধায়করা। বিজেপি বিধায়কদের কাগজ ছিঁড়ে প্রতিবাদ করার বিরুদ্ধে গর্জে ওঠেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এর মাঝেই এক পর্যায়ে চরমে ওঠে বিক্ষোভ। জানা গিয়েছে, বিক্ষোভের মাঝেই শুভেন্দুর সঙ্গে কথা বলে স্পিকারের চেয়ারের আরও কাছে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন নাটাবাড়ির বিজেপি (BJP) বিধায়ক। তারপরেই বিজেপি বিধায়ক এবং স্পিকারের মাঝে মানব প্রাচীর গড়ে তোলেন বিধানসভার কর্মীরা।

আরো পড়ুন : এতকিছুর পরেও পাক শিল্পীদের সঙ্গে কাজ! দিলজিতের ছবি বাতিলের দাবি দর্শকদের

ওয়াক ওভার বিজেপির: অধিবেশন কক্ষের ভেতরে বিক্ষোভের পর এদিন সভাকক্ষ ত্যাগ করেন বিজেপি (BJP) বিধায়করা। ট্রেজারি বেঞ্চের উদ্দেশে ‘চোর চোর’ স্লোগান দিতে দেখা যায় বিরোধী দলনেতাকে। এদিন দুপুর ১ টার সময় রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন বিজেপি বিধায়করা।

আরো পড়ুন : বদলের বাংলাদেশে সম্মান নেই কবিগুরুরও, রবীন্দ্রনাথের পৈতৃক ভিটেতে হামলা উন্মত্ত জনতার! চলল যথেচ্ছ ভাঙচুর

উল্লেখ্য, বুধবারও বিধানসভায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। অনুব্রত কাণ্ডে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। কিন্তু তা আদালতের বিচারাধীন বলে খারিজ হয়ে যায়। উপরন্তু এদিন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব পাঠ হতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা এবং তারপরেই ওয়াক ওভার দেন তাঁরা।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।