‘পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত করা উচিত’! আমেদাবাদে বিমান দুর্ঘটনায় দাবি জানালেন অভিষেক

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা (Ahmedabad Plane Crash)। ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমান। সেই ফ্লাইটে ২৪২ জন যাত্রী ছিলেন। ইতিমধ্যেই এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সহ আরও অনেকে। এবার শোকজ্ঞাপন করার পাশাপাশি এই ঘটনার ‘পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ’ তদন্তের দাবি জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

আমেদাবাদে বিমান দুর্ঘটনা নিয়ে কী লিখলেন অভিষেক (Abhishek Banerjee)?

এদিন দুপুর ১:৩৮ নাগাদ আমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার ৭৮৭ বোয়িং বিমান। কয়েক মিনিটের মধ্যেই ঘটে বিপর্যয়! ২০০-র অধিক যাত্রীকে নিয়ে ভেঙে পড়ে এই বিমান। এবার সেই ঘটনায় শোকপ্রকাশের পাশাপাশি তদন্তের দাবি জানালেন অভিষেক।

ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ এদিন ফেসবুকে লেখেন, ‘আমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই হৃদয়বিদারক ঘটনায় যারা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই দুর্ঘটনার কারণ জানতে সরকার কর্তৃক একটি পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত করা উচিত। আহতদের দ্রুত সুস্থতা ও শোকগ্রস্তদের এই বিপর্যয়ের সম্মুখীন হওয়ার শক্তি কামনা করছি’।

আরও পড়ুনঃ আমেদাবাদে ভেঙে পড়া বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী? যাত্রীতালিকায় নাম ছিল বিজয় রূপানির

অভিষেক (Abhishek Banerjee) ছাড়াও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘আজ আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার খবরে শোকাহত ও স্তম্ভিত। এটা আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখের ঘটনা। দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। যদিও সবার জীবিত থাকার খবরের আশায় রয়েছি’।

Abhishek Banerjee in Japan

এদিকে আবার জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার এই দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। যাত্রীতালিকায় তাঁর নাম ছিল। যদিও তিনি শেষ অবধি বিমানে উঠেছিলেন কিনা সেটা নিশ্চিত নয়। প্রবীণ নেতার খোঁজ চলছে বলে খবর।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।