বাংলাহান্ট ডেস্ক : বৃহস্পতিবার আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনা (Plane Crash) একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। টেকঅফের অব্যবহিত পরেই এয়ার ইন্ডিয়ার বিমানের পতন এবং ভয়ঙ্কর বিষ্ফোরণের নেপথ্যে রয়েছে কোন কারণ তা নিয়ে চলছে তদন্ত। রিপোর্ট বলছে, টেকঅফের মাত্র ৩২ সেকেন্ড পরেই বিপর্যয় ঘটে এয়ার ইন্ডিয়ার বিমানটিতে (Plane Crash)। উপরে ওঠার বদলে দ্রুত নীচে নামতে থাকে বিমান। শেষমেষ বাড়িতে ধাক্কা লেগে বিষ্ফোরণ।
বিমান দুর্ঘটনার (Plane Crash) নেপথ্যে কী কারণ?
বিমান দুর্ঘটনার একাধিক ভিডিও এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেখানেই কিছু ভিডিওতে দেখা গিয়েছে, টেকঅফের কিছুক্ষণ পরেই বিকট শব্দ হয়েছিল। মনে করা হচ্ছে, সেটা বিমানের (Plane Crash) ব়্যাম এয়ার টার্বাইন অর্থাৎ RAT চালু হওয়ার শব্দ। এই বিকল্প ব্যবস্থা বিমানে থাকে যদি দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায় সেই সম্ভাবনা মাথায় রেখে। সেক্ষেত্রে বিমান নিয়ন্ত্রণের জন্য এমার্জেন্সি বিদ্যুৎ সরবরাহ করে থাকে এই বিকল্প ব্যবস্থা।
দুটি ইঞ্জিনই বিকল হয়: সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, তবে কি দুটি ইঞ্জিনই বিকল হয়ে গিয়েছিল বিমানের? কিন্তু তার কারণ কী? যান্ত্রিক ত্রুটি নাকি পাখির ধাক্কা? বিশেষজ্ঞরা অনুমান করছেন, বিমানের (Plane Crash) মূল পাওয়ার সিস্টেমও অকেজো হয়ে গিয়েছিল। তার জেরেই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ইলেকট্রিকাল সিস্টেম খতিয়ে দেখা হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত বিমানের।
আরো পড়ুন : আহমেদাবাদ দুর্ঘটনার ধাক্কায় শোকস্তব্ধ দেশ, সমবেদনা জানিয়ে বড় সিদ্ধান্ত বঙ্গ BJP-র
গরমের কারণেও হতে পারে দুর্ঘটনা: সোশ্যাল মিডিয়ায় যে টেকঅফের ভিডিও গুলি ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে, টেকঅফের পরপরই দুর্ঘটনা (Plane Crash) ঘটে বিমানের। সেক্ষেত্রে কী কারণ হতে পারে তাও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, সেদিন আহমেদাবাদে ৪২ ডিগ্রি সেলসিয়াস গরম ছিল। এবার গরম যত বাড়ে তত বাতাস পাতলা হয়। আর পাতলা বাতাসে ভারী বিমান ওড়ানো যথেষ্ট কঠিন কাজ। তার প্রয়োজন হয় অতিরিক্ত ধাক্কার। তার অভাবেই কি উড়তে পারল না বিমানটি? উঠছে প্রশ্ন।
উল্লেখ্য, একাধিক বিশেষজ্ঞ বলেছেন, বিমানবন্দরের সামনেই বহুতল গজিয়ে ওঠার কারণে বিমান ওঠানামায় সমস্যা দেখা দিচ্ছে। এদিনের দুর্ঘটনা প্রশ্ন তুলে দিচ্ছে, বিমানবন্দরের কাছে অতিরিক্ত বাড়িঘরের কারণেই কি গরম বাড়ছে?