চলে এল সুখবর! দক্ষিণবঙ্গে কবে ঢুকছে বর্ষা? দিনক্ষণ জানাল আবহাওয়া দপ্তর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: জুনের গরমে টেকা দায় হচ্ছে। সমানে বাড়ছে তাপমাত্রা। উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের অনেক আগে বর্ষা ঢুকলেও বৃষ্টির দেখা নেই বললেই চলে। এদিকে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) এখনও পৌঁছায়নি বর্ষা। সব মিলিয়ে অস্বস্তি চরমে। তবে এরই মধ্যে এবার দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার দিনক্ষণ জানাল আবহাওয়া দপ্তর।

বৃষ্টির জেরে নামবে তাপমাত্রাও | South Bengal Weather

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নির্ধারিত সময়ের পরে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে। আগামী ১৬ বা ১৭ জুন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে বলে অনুমান আবহাওয়া অফিসের। তবে বর্ষা এলেও সেভাবে বৃষ্টির সম্ভাবনা এখনই নেই। আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়।

শুক্রবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম এবং শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: সব রাস্তা বন্ধ রাজ্যের! কবে বকেয়া DA হাতে পাবেন রাজ্য সরকারি কর্মীরা? চলে এল আপডেট

বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার অবধি। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

Rain in Kolkata South Bengal Weather North Bengal West Bengal weather update 7th June

ভিডিও দেখুন: https://youtu.be/QMqVPtvLFkA?si=LqACjFKJlCzMChlS

উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে আজ বিকেলের পর থেকে। শুক্রবার ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে চলতি সপ্তাহে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।