বাংলা হান্ট ডেস্কঃ বিগত দু’মাস ধরে শিরোনামে রয়েছে ২৬,০০০ চাকরি বাতিল ইস্যু। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মতো নয়া নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। এই পরিস্থিতিতে ডিএলএড প্রার্থীদের নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দেন।
কী বলল হাইকোর্ট (Calcutta High Court0?
২০২২ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। শূন্যপদের সংখ্যা ছিল ১১,৭৫৬টি। তবে সেই নিয়োগ প্রক্রিয়ায় কোন চাকরিপ্রার্থীরা অংশ নিতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন দেখা দেয়। পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, টেট পাশ ও প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএড প্রার্থীরা এই নিয়োগ পরীক্ষায় আবেদন করতে পারবেন। তবে কোর্স শেষ হওয়ার পরেই তাঁরা আবেদন করতে পারবেন বলে জানানো হয়।
এরপর ডিএলএড না থাকা ১০০ জন প্রার্থী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেই সঙ্গেই ডিএলএড শুরু করেন। এদেশের সর্বোচ্চ আদালতের তরফ থেকে ওই প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুনঃ ভারতের ভোটার তালিকা থেকে বাদ নিউটন দাসের নাম! বাংলাদেশি TMC নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ
এবার হাইকোর্ট জানাল, ন্যাশানাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে উত্তীর্ণ শতাধিক চাকরিপ্রার্থীও ২০২২ সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। বিচারপতি ভট্টাচার্যের (Justice Saugata Bhattacharya) নির্দেশ, প্রার্থীদের নথি যাচাই করে কোন কোন প্রার্থী যোগ্য তা বাছাই করবে পর্ষদ। এরপর আরেকটি মেধাতালিকা তৈরি করতে হবে। সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার বন্দোবস্ত করার নির্দেশ দিয়ে দেয় উচ্চ আদালত।
এদিকে জানা যাচ্ছে, হাইকোর্টের মামলাকারীদের বক্তব্য, ৩০ মে পর্ষদের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শীর্ষ আদালতের মামলাকারীরাই আবেদন করতে পারবেন। উচ্চ আদালতের মামলাকারীদের অভিযোগ, পর্ষদের এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। শীর্ষ আদালতের নির্দেশ মানতে হলে যে সকল চাকরিপ্রার্থী ওপেন স্কুল থেকে ডিএলএড (D.El.Ed) পাশ করেছেন, তাঁদের সকলের নথি যাচাই করে চাকরির প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ করে দিতে হবে।
মামলাকারীদের এই দাবিকেই কার্যত মান্যতা দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি ভট্টাচার্যের স্পষ্ট নির্দেশ, ন্যাশানাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে উত্তীর্ণ চাকরিপ্রার্থীদেরও নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে দিতে হবে।