১৮০ লক্ষের তছরুপ! রাজ্যের ভূমিকায় বিরক্ত হাইকোর্ট, দিল CBI তদন্তের হুঁশিয়ারি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে এই রাজ্যের একাধিক মামলার তদন্ত করছে সিবিআই (CBI)। এবার ফের একটি মামলার শুনানিতে কেন্দ্রীয় এজেন্সির হাতে তদন্তভার তুলে দেওয়ার হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার রাজ্যের ভূমিকা নিয়ে বিরক্তি প্রকাশ করে এই হুঁশিয়ারি দেয় বিচারপতি সৌমেন সেনের (Justice Soumen Sen) ডিভিশন বেঞ্চ।

কোন মামলায় সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়ার কথা বলল হাইকোর্ট (Calcutta High Court)?

সরকারি ফার্মেসি কলেজে ১৮০ লক্ষের তছরুপের অভিযোগ উঠেছে। ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়িতে এই আর্থিক তছরুপের অভিযোগ সামনে এসেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে দীর্ঘদিন কোনও অডিট হয়নি বলে অভিযোগ উঠেছিল। এই বিষয়ে অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের দ্বারস্থ হয়েও কোনও কাজ না দেওয়ায় উচ্চ আদালতে জনস্বার্থ মামলা করেন ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ির পার্ট টাইম লেকচারার সীমান্ত ভট্টাচার্য।

মামলাকারী অভিযোগ করেন, ১৯৮৯ সালে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীন এই প্রতিষ্ঠানে শেষবারের মতো অডিট হয়েছিল। এরপর ফের ২০১৭ সালে অডিট হয়। সিএজি তথা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্টে সংশ্লিষ্ট সংস্থায় ১৮০.৩ লক্ষের আর্থিক তছরুপের উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ বিধানসভায় ধুন্ধুমার! ‘চা বাগান ধ্বংস করছে সরকার’! বিস্ফোরক BJP, পাল্টা মন্ত্রী বললেন, ‘প্রমাণ দিন’

বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলাটি উঠেছিল। রাজ্যের ভূমিকা নিয়ে বিরক্তি প্রকাশ করে আদালত। সিবিআই তদন্তের হুঁশিয়ারি দিয়ে ডিভিশন বেঞ্চ বলে, অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চকে (Anti Corruption Branch) তদন্ত করতে বললেও তারা কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। এরপর যদি দেখা যায়, তদন্তে কোনও অগ্রগতি হয়নি অথবা তদন্ত নিরপেক্ষ নয়, সেক্ষেত্রে এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিতে আদালত বাধ্য হবে।

Calcutta High Court

এই ঘটনায় রাজ্যকে তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ১০ জুলাই ফের এই মামলার শুনানি হবে। সেই দিন তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করতে বলেছে ডিভিশন বেঞ্চ।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।