এবারে জানা যাবে আহমেদাবাদের বিমান দুর্ঘটনার আসল কারণ! ২৮ ঘন্টা পর উদ্ধার হল ব্ল্যাক বক্স

Published On:

বাংলা হান্ট ডেস্ক: গত বৃহস্পতিবার আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা (Ahmedabad Plane Crash) ঘটে। যেটি রীতিমতো নাড়িয়ে দিয়েছে সমগ্র দেশকে। ওই দুর্ঘটনায় বিমানের ২৪১ জন যাত্রীর মৃত্যু ঘটেছে। যাঁদের মধ্যে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও। এদিকে, ভয়াবহ দুর্ঘটনায় শুধুমাত্র ১ জন যাত্রী জীবিত রয়েছেন। এমতাবস্থায়, কীভাবে এই দুর্ঘটনা ঘটল এই প্রশ্নই এখন প্রত্যেকের মনে রয়েছে।

জানা যাবে আহমেদাবাদের বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) আসল কারণ:

তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিমধ্যেই AAIB তথা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো নিশ্চিত করেছে যে বিজে মেডিক্যাল কলেজের হস্টেল বিল্ডিংয়ের ছাদ থেকে উদ্ধার হয়েছে DFDR (ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার)। যেটি “ব্ল্যাক বক্স” নামেই সমধিক পরিচিত।

Black box recovered from Ahmedabad plane crash.

এমতাবস্থায়, ভারতের কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, “আহমেদাবাদের দুর্ঘটনাস্থল (Ahmedabad Plane Crash) থেকে ২৮ ঘণ্টার মধ্যে ফ্লাইট ডেটা রেকর্ডার (ব্ল্যাক বক্স) উদ্ধার করেছে AAIB। এটি তদন্তের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ এই ঘটনার তদন্তে এটি উল্লেখযোগ্যভাবে সহায়তা করবে।”

আরও পড়ুন: আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ টিম ইন্ডিয়ার! WTC ফাইনালেও পালন হল নীরবতা

জানিয়ে রাখি, ইতিমধ্যেই AAIB এই দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। গুজরাট রাজ্য সরকারের ৪০ জনেরও বেশি আধিকারিক ঘটনাস্থলে AAIB এবং MoCA (মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন) দলকে সাহায্য করছেন। দুর্ঘটনাস্থল (Ahmedabad Plane Crash) থেকে ব্ল্যাক বক্সটি খুঁজে পাওয়া নিঃসন্দেহে একটি বিরাট বিষয়। কারণ, ওই বক্সে দুর্ঘটনার সময়ে এবং ওই বিমান সংক্রান্ত একাধিক তথ্য বিশ্লেষণ করা সম্ভব হবে।

আরও পড়ুন: “Mayday! ক্রমশ শক্তি হারাচ্ছে….”, দুর্ঘটনার আগে ভয়াবহ বার্তা পাঠিয়েছিলেন পাইলটরা, চেয়েছিলেন সাহায্য

উল্লেখ্য যে, ব্ল্যাক বক্সে ফ্লাইট ডেটা রেকর্ডার (FDR) এবং ককপিট ভয়েস রেকর্ডার (CVR) থাকে। এর মধ্যে FDR বিমান সম্পর্কিত সমস্ত প্রযুক্তিগত তথ্য রেকর্ড করে এবং CVR দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) আগে পর্যন্ত ককপিটের পাইলটদের মধ্যে কথোপকথন রেকর্ড করে। এদিকে, এই ধরণের দুর্ঘটনায় ব্ল্যাক বক্স ছাড়াও ডিজিটাল ভিডিও রেকর্ডারও (DVR) অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই ডিভাইস ককপিট এবং কেবিন সহ বিমানের বিভিন্ন ক্যামেরা থেকে সিসিটিভি ফুটেজ রেকর্ড করে। যা তদন্তের ক্ষেত্রে সহায়তা প্রদান করে।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

 

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।