বাংলা হান্ট ডেস্ক: ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর ফাইনালে গোটা বিশ্বকে চমকে দিয়েছে দক্ষিণ আফ্রিকা (South Africa)। শিরোপা দখলের লড়াইয়ে, দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে নজির গড়েছে। এদিকে, এই দুর্দান্ত জয়ের পর, দলের অধিনায়ক টেম্বা বাভুমা দলের উদ্দেশ্যে কটূক্তি করা সমালোচকদের উপযুক্ত জবাব দিয়েছেন। পাশাপাশি, তিনি এই জয়ের কৃতিত্ব দলের দুই খেলোয়াড়কে দিয়েছেন। তাঁর দল যখন ফাইনালে পৌঁছয়, তখন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক দক্ষিণ আফ্রিকার সমালোচনা করে বলেন যে, দুর্বল দলগুলিকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা ফাইনালে পৌঁছেছে। এখন বাভুমা এর প্রতিশোধ নিয়েছেন।
কী জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার (South Africa) অধিনায়ক:
কী জানিয়েছেন মাইকেল ভন: দক্ষিণ আফ্রিকার (South Africa) ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর বিষয়ে, চলতি বছরের ২ জানুয়ারি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন জানিয়েছিলেন যে, “আপনি যদি দক্ষিণ আফ্রিকার দিকে তাকান, তারা প্রায় কাউকেই না পরাজিত করে ফাইনালে পৌঁছেছে।” ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বলেন, দক্ষিণ আফ্রিকা দুর্বল দলকে হারিয়ে শিরোপা লড়াইয়ে জায়গা করে নিয়েছে।

WTC ফাইনাল জয়ের পর, পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সেরিমনিতে বাভুমা বলেন, “আমরা একটি দল, আমরা নিজেদের ফাইনালের লড়াইতে নিয়ে গেছি। এমন কিছু ব্যক্তি ছিলেন যাঁরা আমাদের পথ নিয়ে সন্দেহ করেছিল। এটা বলা করা হয় যে আমরা দুর্বল দলগুলিকে পরাজিত করেছি। এই ট্রফি তাঁদের জন্য একটি উত্তর।” সেই সময়ে দক্ষিণ আফ্রিকার (South Africa) অধিনায়ক দলের দুই খেলোয়াড়কে জয়ের কৃতিত্ব দিয়েছেন।
আরও পড়ুন: টাটা গ্রুপের পর এয়ার ইন্ডিয়া করল বড় ঘোষণা! দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ লক্ষ টাকা
জয়ের কৃতিত্ব দুই খেলোয়াড়কে দেওয়া হয়: ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের আগে প্রচুর সমালোচনার মুখোমুখি হওয়া দক্ষিণ আফ্রিকা (South Africa) দলের অধিনায়ক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের জন্য তাঁর দুই খেলোয়াড়ের প্রশংসা করেছেন। তিনি জানান যে, কাগিসো রাবাডা একজন দুর্দান্ত খেলোয়াড়। কয়েক বছরের মধ্যেই তাঁকে ICC-র হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হবে বলেও ব্যাভুমা জানান। তিনি বলেন, রাবাডা বিতর্কে ঘেরা ছিলেন। কিন্তু, তাঁর যা করণীয় তা তিনি করেছেন। এদিকে, দলের আরেক খেলোয়াড় মার্করামের প্রশংসা করে বাভুমা বলেন যে, “তিনিও একজন শক্তিশালী খেলোয়াড়। তাঁর পরিসংখ্যান বেশ চিত্তাকর্ষক। আমি নিশ্চিত যে দেশের মানুষ এই জয় উদযাপন করবে।”
খারাপ দিনগুলির কথা স্মরণ করেছেন: এদিকে, দক্ষিণ আফ্রিকার (South Africa) অধিনায়ক বেশ কয়েকবার ICC ট্রফি হাতছাড়া হওয়ার বিষয়েও তাঁর মতামত প্রকাশ করেছিলেন। তিনি জানান যে, “আমরা বারবার ICC ট্রফির দরজায় কড়া নেড়েছি। আমরা অনেক যন্ত্রণা এবং হতাশার মধ্য দিয়ে গেছি, কিন্তু এখন সবকিছু ধীরে ধীরে বদলে যাচ্ছে। এই জয় আমাদের জন্য খুবই স্পেশাল। এটি ভাষায় বর্ণনা করা যাবে না।”
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:





Made in India