বাংলাহান্ট ডেস্ক : সামনেই আসছে রথযাত্রা। আর হিন্দু ঐক্য গড়ে তুলতে এবার সকলকে রথযাত্রা পালন করার ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হিন্দুদের একত্র করতে, তাদের মধ্যে ঐক্যবোধ গড়ে তুলতে রথযাত্রা পালন করার জন্য আহ্বান জানালেন তিনি। বুধবার আইসিসিআরে বিভিন্ন রথযাত্রা কমিটির সঙ্গে বৈঠক করেন শুভেন্দু (Suvendu Adhikari)। প্রায় ২০-২২ টি রথযাত্রা কমিটিকে আর্থিক সাহায্য করা হয়েছিল বলে খবর।
রথযাত্রা নিয়ে বৈঠক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)
বুধবারের বৈঠকে উপস্থিত ছিলেন সাধুসন্তরাও। এদিনের বৈঠকে শুভেন্দু বলেন, রামনবমীতেও ১৭৫০ টি শোভাযাত্রা হয়েছিল রাজ্যে। বিরোধী দলনেতার কথায়, দেড় কোটি মানুষ রাস্তায় নেমেছিলেন, রামনবমীতে যোগ দিয়েছিলেন। রথযাত্রাতেও তাই করতে হবে। কী কী করতে হবে রথযাত্রায়, কেমন ভাবে হবে অনুষ্ঠান, বৈঠকে জানিয়ে দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
রথ নিয়ে বিশেষ ঘোষণা: বৈঠকে বিরোধী দলনেতা বলেন, রথ যেসব রাস্তা দিয়ে যাবে তার আশপাশের এলাকাগুলি ধ্বজ অর্থাৎ গেরুয়া পতাকা দিয়ে সাজিয়ে তোলার ডাক দিয়েছেন তিনি। একই সঙ্গে রামনবমীর মতো করেই নন্দীগ্রামের বিজেপি বিধায়করা মানুষের হাতে ধ্বজ তুলে দেবেন বলে মন্তব্য করেন তিনি।
জেলার কর্মসূচিতেও যোগ দেবেন শুভেন্দু: এখনো পর্যন্ত ঠিক করা হয়েছে, রথের দিন কলকাতায় দুটি কর্মসূচিতে থাকবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তারপর পূর্ব মেদিনীপুরের তমলুক এবং মেচেদাতেও রথযাত্রার অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। একশোরও বেশি রথযাত্রার কমিটির সঙ্গে কথা বলা হয়েছে বঙ্গ বিজেপির তরফে।
আরো পড়ুন : ‘পড়ে যাচ্ছি…বাঁচব না…MAYDAY’, অভিশপ্ত বিমান থেকে পাইলটের শেষ বার্তা প্রকাশ্যে!
রামনবমীর মতোই রথেও হিন্দুদের শক্তি প্রদর্শনের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি আহ্বান করেছেন, রথে রাস্তা সাজিয়ে তুলতে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের কয়েকজনের মতে, রাজনীতিক হিসেবে নয়, বরং একজন সনাতনী হিসেবে রামনবমীকে ঐতিহাসিক করে তোলার জন্য ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রথেও একই রকম ভাবে হিন্দুদের একজোট হওয়ার ডাক দিয়েছেন তিনি।