‘একবার ভুল হতেই পারে, কিন্তু নিশ্চিত করুন…’! BJP সাংসদ-বিধায়কদের সতর্ক করে বড় বার্তা শাহের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে উঠে এসেছেন বহু রাজনীতিক। এর মধ্যে বিজেপির-ও (BJP) অনেকে রয়েছেন। এবার দলের সাংসদ-বিধায়কদের সতর্ক করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ভুল একবার হতেই পারে, কিন্তু নিশ্চিত করুন সেটার যেন পুনরাবৃত্তি না হয়, বলেন তিনি।

বিজেপি সাংসদ-বিধায়কদের উদ্দেশে আর কী কী বললেন শাহ (Amit Shah)?

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) পাঁচমারিতে তিন দিন ধরে পদ্ম শিবিরের সাংসদ-বিধায়কদের কর্মশালা চলছিল। সেখানে বক্তব্য রাখার সময়েই দলের সাংসদ-বিধায়কদের সতর্ক করে দেন শাহ। বলেন, ‘একবার ভুল হতেই পারে। কিন্তু নিশ্চিত করুন সেটা যেন আর না হয়। মুখে লাগাম দেওয়া ভীষণ জরুরি’।

বিজেপি নেতা আরও বলেন, স্পর্শকাতর অথবা বিতর্কিত বিষয়ে মন্তব্য করা থেকে সবাই যেন বিরত থাকেন। ইতিমধ্যেই কয়েকজন এই ধরণের ভুল করেছেন বলে দাবি করেন শাহ। তাঁর বার্তা, ‘শৃঙ্খলাহীনতা এবং বেফাঁস মন্তব্য সেই নেতার পাশাপাশি দলের ভাবমূর্তিও নষ্ট করে। এই ধরণের ভুল যেন আর না হয়’।

আরও পড়ুনঃ গর্ভে সন্তান, এই অবস্থায় কীভাবে পরীক্ষায় বসব? হাইকোর্টে ছুটলেন চাকরিহারা শিক্ষিকা

উল্লেখ্য, বিগত কয়েক মাসে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন মধ্যপ্রদেশের একাধিক বিজেপি নেতা। অপারেশন সিঁদুরের পর কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন সেই রাজ্যের মন্ত্রী বিজয় শাহ। যা নিয়ে গোটা ভারতে নিন্দার ঝড় উঠেছিল।

Amit Shah program with BJP leader workers in Netaji Indoor Stadium

এছাড়া উপমুখ্যমন্ত্রী জগদীশ দেবরা দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে সেনারা মাথা নত করেছেন। এই নিয়েও জোর বিতর্ক হয়।

এবার সেই মধ্যপ্রদেশে দাঁড়িয়েই দলের সাংসদ-বিধায়কদের সতর্ক করে দিলেন অমিত শাহ (Amit Shah)। বিতর্কিত অথবা স্পর্শকাতর বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকার পাশাপাশি এক ভুল যেন দ্বিতীয়বার না হয় সেটা নিশ্চিত করার কথাও বলেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।