বাংলা হান্ট ডেস্ক: কম-বেশি বৃষ্টি চলছে গোটা রাজ্য জুড়েই। এ বছর নির্ধারিত সময়ের অনেকটা আগেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গিয়েছে। তবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) তা এখনও আসেনি। যদিও এরই মধ্যে সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর। ১৭ দিন উত্তবঙ্গে আটকে থাকার পরে এবার ঢুকছে বর্ষা। বুধবারের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
এদিকে তার আগে সোমবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। গোটা দক্ষিণবঙ্গেই কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা।
সপ্তাহভর ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বুধবারও একই রকম থাকতে পারে পরিস্থিতি। এরপর বৃহস্পতি ও শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বাকি জেলাগুলিতে হতে পারে।
ভিডিও দেখুন: https://youtu.be/oC_vy-OV8LM?si=gOsw4JhL-IBTo1nH
টানা বেশ কিছুদিন গরম ও আদ্রতাজনিত অস্বস্তি ছিল চরমে। এবার সেই পরিস্থিতি থেকে নিস্তার মিলবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলত সাময়িকভাবে স্বস্তি ফিরবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই।
আরও পড়ুন: “ফোন করে অবসর নিতে বলা হয়”, ইংল্যান্ডে টেস্ট সিরিজ শুরুর আগেই বিস্ফোরক দাবি করুণ নায়ারের
সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে (North Bengal Weather)। তবে বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস।