সরকারি কর্মীদের DA বৃদ্ধি নিয়ে খারাপ খবর! নয়া আপডেটে বাড়ছে চিন্তা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে জুলাই চলে এল। দ্বিতীয় দফার ডিএ (Dearness Allowance) বৃদ্ধির অপেক্ষায় দিন গুনছেন সরকারি কর্মীরা (Government Employees)। চলতি বছর প্রথম দফায় মাত্র ২% হারে মহার্ঘ ভাতা (DA) বাড়িয়েছে কেন্দ্র। দ্বিতীয় দফার আরেকটু বেশি দেওয়া হবে বলে আশা করছেন অনেকে। এই আবহে সামনে এল নয়া আপডেট। যা সরকারি কর্মচারীদের চিন্তা বাড়াতে পারে।

জুলাইয়ে ডিএ (Dearness Allowance) বৃদ্ধি নিয়ে নয়া আপডেট!

কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন ৫৫% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। বছরে সাধারণত দু’দফায় ডিএ বাড়ায় কেন্দ্র। প্রথম দফা জানুয়ারি ও দ্বিতীয় দফা জুলাই মাস থেকে কার্যকর হয়। যদিও ঘোষণা করা হয় যথাক্রমে মার্চ ও সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ। বর্ধিত হার লাগু হওয়ার পর বিগত মাসগুলির বকেয়া মিটিয়ে দেয় সরকার।

এদিকে আবার শীঘ্রই সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হবে। তার আগে জুলাইয়েই সম্ভবত শেষ মহার্ঘ ভাতা বাড়াবে কেন্দ্র (Central Government)। এই পরিস্থিতিতে মিডিয়া রিপোর্ট বলছে, নিম্নমুখী মূল্যবৃদ্ধির হারের কারণে সরকারি কর্মীদের খুব একটা বেশি হারে ডিএ নাও বাড়তে পারে।

আরও পড়ুনঃ ‘সরকার এমন করতে পারে না, ভীষণ হতাশাজনক’! হাইকোর্টের ভূমিকারও সমালোচনা সুপ্রিম কোর্টের

সংশ্লিষ্ট প্রতিবেদন বলছে, মে মাসে খুচরা মুদ্রাস্ফীতির হার বিগত ৬ বছরে সবচেয়ে কম। সিপিআই সূচক ৩.১৬% থেকে কমে মে মাসে ২.৮২%-এ এসে দাঁড়িয়েছে। যা কিনা ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে সবচেয়ে কম।

State Government decision on Dearness Allowance DA arrear disbursement

নিম্নমুখী খুচরো মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের জন্য ভালো। কারণ নিত্যদিনের সামগ্রীর খরচ কমায় তাঁদের অনেকটাই সুরাহা হবে। তবে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির হারের ফলে কম হতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী বছর থেকেই তা কার্যকর হওয়ার কথা। এমনটা হলে চলতি বছরই সপ্তম বেতন কমিশনের অধীন শেষ দফায় ডিএ (Dearness Allowance) বৃদ্ধি হবে। কেন্দ্রের তরফ থেকে এবার কত শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হয় সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।