বাংলাহান্ট ডেস্ক : বাংলা ছবির সুপারস্টার তিনি। নিজের পরিশ্রমে নবাগত থেকে আজ হয়ে উঠেছেন ইন্ডাস্ট্রির অন্যতম খ্যাতনামা তারকা। সেই সঙ্গে ইন্ডাস্ট্রিতে রেখেছেন নিজের ছাপ। তৈরি করেছেন কিছু নিজস্ব ট্রেন্ডও। কথা হচ্ছে দেবের (Dev) ব্যাপারে। কেরিয়ারের শুরু থেকেই আলাদা ভাবে নজর কেড়েছিলেন তিনি। ধীরে ধীরে জনপ্রিয়তা বেড়েছে। সাফল্য আকাশ ছুঁয়েছে। বর্তমানে একজন সফল অভিনেতার সঙ্গে সফল প্রযোজকও হয়েছেন দেব (Dev)।
সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড শুরু করেন দেব (Dev)
ইন্ডাস্ট্রিতে কিছু নতুন ট্রেন্ড শুরু করার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও নিজস্ব একটি ট্রেন্ড শুরু করেছিলেন দেব (Dev)। নেট পাড়ায় বেশ সক্রিয় তিনি। প্রায়ই নিজের ছবি শেয়ার করতে দেখা যায় তাঁকে। আর ক্যাপশনে চোখ রাখলেই দেখা যায় একটি শব্দ, ‘এমনি’। দেবের সোশ্যাল মিডিয়া পোস্ট মানেই ‘এমনি’ ক্যাপশন থাকবেই। এটাই যেন পরিচিতি হয়ে উঠেছে তাঁর। এমনকি অভিনেতার দেখাদেখি অনেকেই নকল করতেও শুরু করেছেন এই ‘এমনি’ ক্যাপশন।
আনলেন বড় পরিবর্তন: তবে এবার খোদ ‘ট্রেন্ডসেটার’ই বদলে ফেললেন তাঁর স্টাইল। দেবের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে জোর চমকেছেন নেটিজেনরা। সম্প্রতি নতুন ফটোশুটের কিছু ছবি শেয়ার করেছিলেন দেব (Dev)। সেখানেই ক্যাপশনে দেখা গেল চমক। এতদিনের ‘এমনি’ ক্যাপশন বদলে ফেললেন দেব। নতুন পোস্টে ক্যাপশন দিলেন ‘হুমম’।
আলো পড়ুন : আমূল বদলে যাচ্ছে বিধাননগর-দমদম জংশন, দুই স্টেশনকে নিয়ে ঢালাও পরিকল্পনা রেলের
আচমকা এই বদল কেন: হঠাৎ এতদিনের ক্যাপশন বদলালেন কেন দেব? অনেকেই মনে করছেন, এর নেপথ্যে রয়েছে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও। ‘চ্যালেঞ্জ’ ছবির সেই দৃশ্যে শুভশ্রীকে দেখা যায় দেবের (Dev) উদ্দেশে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে। আর কারণ হিসেবে তাঁকে বলতে শোনা যায়, ‘এমনি’। ভিডিওটি ভাইরাল হতেই পড়ে যায় শোরগোল।
আরো পড়ুন : বিপর্যস্ত ব্ল্যাকবক্স, মেলেনি কোনো তথ্যই, দুর্ঘটনা রহস্য ভেদ করতে এবার বড় পদক্ষেপ সরকারের
শুভশ্রীর সঙ্গে পুরনো প্রেম কি তবে এখনো ভুলতে পারেননি দেব? পুরনো ভালোবাসাই কি এভাবে বাঁচিয়ে রেখেছেন তিনি? উঠতে শুরু করে প্রশ্ন। আর তারপরেই এত বড় পরিবর্তন দেবের। দেখে কার্যতই চমকেছেন নেটনাগরিকরা। তবে কি নতুন করে শুভশ্রীর সঙ্গে নাম জড়ানোর বিড়ম্বনা এড়াতেই ক্যাপশন বদলালেন দেব? নেটিজেনরা প্রশ্ন করলেও এখনো মেলেনি উত্তর।