আগে থেকেই ছিল গণ্ডগোল, হয় ধামাচাপা দেওয়ার চেষ্টা! এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে বিস্ফোরক চিঠি গেল মোদীর কাছে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আহমেদাবাদের অভিশপ্ত বিমান দুর্ঘটনার (Plane Crash) পর অতিক্রান্ত এক সপ্তাহ। ওই দুর্ঘটনার পর প্রশাসনের টনক নড়তেই বিভিন্ন বিমানের নিরাপত্তা পরীক্ষায় অতিরিক্ত জোর দেওয়া হয়। আর তাতেই পরপর বেশ কয়েকটি বিমানে ধরা পড়ছ ত্রুটি। অভিযোগ ওঠে দুর্ঘটনাগ্রস্ত বিমানের সংস্থা বোয়িং এর বিরুদ্ধেও। কীভাবে দুর্ঘটনা (Plane Crash) ঘটল তার কারণ নিয়ে যখন তদন্ত হচ্ছে তখনই বোয়িং এর বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন এয়ার ইন্ডিয়ার দুই প্রাক্তন কর্মী।

প্রধানমন্ত্রীকে চিঠি এয়ার ইন্ডিয়া কর্মীদের (Plane Crash)

বোয়িং সংস্থার বিরুদ্ধে আগেও উঠেছে অভিযোগ। গত বছরই নাকি বিমানের (Plane Crash) দরজার গণ্ডগোল নিয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছিলেন দুই কর্মী। কিন্তু তাঁদের মুখ বন্ধ রাখতে বলা হয়। তাঁরা তাতে রাজি না হলে চাকরি থেকে বহিষ্কার করা হয় বলে অভিযোগ। এই দুর্ঘটনার (Plane Crash) পরেই এবার পুরনো অভিযোগ সামনে এনে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন দুই প্রাক্তন এয়ার ইন্ডিয়া কর্মী।

Two air india ex employees gave letter to pm after plane crash

কী জানিয়েছে তাঁরা চিঠিতে: সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, এয়ার ইন্ডিয়ার দুই প্রাক্তন সিনিয়র ফ্লাইট অ্যাটেনডেন্ট চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। সূত্রের খবর, সেই চিঠিতে তাঁরা জানিয়েছেন, গত বছর ১৪ মে তারিখে মুম্বই থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ভিটি-এএনকিউ হিথরো বিমানবন্দরে (Plane Crash) অবতরণ করার পর যাত্রীরা নেমে যেতে সামনে আসে সমস্যা।

আরো পড়ুন : মুখে কালো রঙ মেখে চেনা দায়, জগন্নাথ রূপে ভাইরাল ‘কথা’! কটাক্ষ নেটিজেনদের

কী অভিযোগ কর্মীদের: ফ্লাইট অ্যাটেনডেন্টদের অভিযোগ, বিমানের স্লাইড ব়্যাফ্টটি ভুলভাবে লাগানো হয়েছিল। বিমানের ক্যাপ্টেন এবং কেবিন ইনচার্জ প্রাথমিক ভাবে তাঁদের অভিযোগকে সমর্থনও করেছিলেন। কিন্তু এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ তাঁদের বক্তব্য তুলে নিতে চাপ দেয় বলে অভিযোগ। তাঁরা তাতে রাজি না হলে শোকজের নোটিশ (Plane Crash) ধরিয়ে ৪৮ ঘন্টার মধ্যে অন্যায় ভাবে বরখাস্ত করা হয় চাকরি থেকে। এই অভিযোগ সামনে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। এই পরিস্থিতিতে অস্বস্তিতে পড়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

আরো পড়ুন : উত্তরাধিকার সূত্রে আর সরকারি চাকরি নয়! ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

উল্লেখ্য, গত ৯ এপ্রিল বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাম মোহন নাইডু নয়াদিল্লিতে AAIB এর অধীনে একটি অত্যাধুনিক DFDR এবং CVR ল্যাব উদ্ভোধন করেন। ভারতের প্রথম পূর্ণাঙ্গ ব্ল্যাক বক্স ল্যাব বলা হয়েছে এটিকে। কিন্তু সাম্প্রতিক দুর্ঘটনায় বিমানের ব্ল্যাক বক্স এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে এদেশে থেকে তা থেকে তথ্য পাওয়া সম্ভব নয় বলেই জানা যাচ্ছে। এমতাবস্থায় ব্ল্যাক বক্সটিকে আমেরিকা নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে বলে খবর। তবে এ বিষয়ে এখনো কোনো সরকারি শিলমোহর পড়েনি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।