বাংলা হান্ট ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ‘দিদিকে বলো’ কর্মসূচির কথা ঘোষণা করেছে তৃণমূল। প্রশান্ত কিশোরের পরামর্শে জনসংযোগ বাড়াতেই এই নয়া উদ্যোগ। যা সমস্যা সব বলা যাবে দিদিকেই।
২৯ জুলাই ঘোষণা হয় ‘দিদিকে বলো’-র। সেই নম্বরে ফোন করে বিভিন্ন সমস্যা নিয়ে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ।সঙ্গে রয়েছে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও।সমস্যা, অভাব, অভিযোগ হোয়াটসঅ্যাপ করেও ওই নম্বরে জানাতে পারবেন আপনি।
তারপর কেটে গিয়েছে ১১ দিন। এই ১১ দিনে ৯১৩৭০৯১৩৭০ নম্বরে অভিযোগ জমা পড়েছে ৫ লাখ মতো। প্রায় ৫ লাখ মানুষ ফোন করেছেন টোল ফ্রি নম্বরে।অন্যদিকে, হোয়াটসঅ্যাপ নম্বরেও ১ লাখের বেশি মানুষ তাদের অভিযোগ জানিয়েছেন।
তৃণমূলের ভেতরের খবর, জমা পড়া অভিযোগের মধ্যে অর্ধেকের বেশি দল নিয়েই। ৬০ শতাশ অভিযোগ শুধু তৃণমূলের দলীয় কোন্দল নিয়েই জমা পড়েছে।স্থানীয় সমস্যা নিয়ে জমা পড়েছে মাত্র ৩০ থেকে ৪০ শতাংশ অভিযোগ।





Made in India