বাংলা হান্ট ডেস্ক ঃ গত ৫ ই আগস্ট ৩৭০ নম্বর ধারা ও ৩৫ এ খারিজ করে কাশ্মীরকে ভারতের রাজ্য হিসেবে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এই কারণে ভারতকে চাপে ফেলতে বেশ কিছু পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী ইমরান খান। এছাড়াও পাক সংসদে দাঁড়িয়ে দ্বিতীয় বার পুলওয়ামা হামলা হওয়ার হুমকিও দেন ইমরান খান। যদিও এমনটা করে নিজেই নিজের বিপদ ডেকে আনছেন ইমরান খান এমনটাই ধারণা বিশিষ্টদের।
তবে কাশ্মীর ইস্যুতে ভারতের পাশেই রয়েছে অন্যান্য সব দেশ বরং অন্যান্য দেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে পাকিস্তানকেই। আমেরিকা, চীন, সৌদি আরব, শ্রীলংকার পর এবার রুশ বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, কাশ্মীর ইস্যুতে ভারতের পাশেই রয়েছে রাশিয়া।
এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। মস্কো চায় ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি বজায় থাকুক।





Made in India