বাংলা হান্ট ডেস্ক: সোমবার রাতে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের হাসিমারা এমইএস চৌপথি এলাকায় মধ্য রাতে বাড়িতে আগুনে বদ্ধ ঘরে আগুনে ঝলসেই মৃত্যু হল মা ও দুই সন্তানের।দরজা কাছে গিয়েও বের হতে পারছিলেন না তিনি। দুই সন্তানকে কোলে নিয়ে শোওয়ার ঘরেই আটকে পড়েন স্থানীয় দিলীপ বর্মনের স্ত্রী গীতা বর্মন। বেঁচে গেলেন দিলীপ বর্মন।কীভাবে বাড়িতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে।
প্রতিবেশীরা যখন আগুনের শিখা ও কালো ধোঁয়া দেখতে পায় তখন ঘরের মধ্যে এগারো বছরের মেয়ে সুস্মিতা ও দুবছরের ছেলে দীপুকে নিয়ে ছিলেন গীতা বর্মন।
কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল গোটা বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। তাঁরা প্রাথমিকভাবে আগুন আয়ত্তে এনে তাঁদের উদ্ধার করার চেষ্টা করেন। দরজা ভেঙে যতক্ষণে দমকলকর্মীরা ভিতরে ঢোকেন, ততক্ষণে মৃত্যু হয় তিন জনের।





Made in India