বাংলা হান্ট ডেস্ক: সবসময়ই বিতর্কের শীর্ষে থাকেন ভোপালের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর৷ সম্প্রতি সদ্য প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির শোকসভায় গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন সাধ্বী প্রজ্ঞা, যার জেরে ছড়িয়েছে চাঞ্চল্য৷ প্রজ্ঞা বলেন, ‘একের পর এক মৃত্যু হচ্ছে বর্ষীয়ান বিজেপি নেতা নেত্রীর, এর পিছনে হাত রয়েছে বিরোধীদের৷ বিজেপি নেতা নেত্রীরা তাদের তুকতাক আর কালা জাদুর জন্যই মারা যাচ্ছেন৷

সোমবার একটি স্মরণ সভার আয়োজন করা হয় অরুণ জেটলি ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মৃতিচারণায়৷ সেখানে উপস্থিত থেকে এমনই মন্তব্য করলেন সাধ্বী প্রজ্ঞা৷ এদিন বিজেপি সাংসদ বলেন, বিরোধীরা বিজেপির বিরুদ্ধে নাকি মড়ক শক্তি নামে একটি বিশেষ টোটকা ব্যবহার করছে, যার জেরেই ঘটছে একের পর এক এই মৃত্যু।
শুধু তাই নয় প্রজ্ঞা আরও দাবি জানিয়েছেন, বিরোধীরা যে বিজেপির কয়েকজন নেতা নেত্রীর বিরুদ্ধে টোটকা বা কালা জাদু করছে, তার ইঙ্গিত দিয়ে তিনি আগেই সাবধান করেছিলেন৷ লোকসভা নির্বাচনের প্রচারে এ বিষয়টি জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করলেও, তাঁর অভিযোগকে তখন কেউ গুরুত্ব দেয়নি৷ সেই জন্যই নাকি, বর্তমানে তার ফল ভোগ করছে বিজেপি৷





Made in India