বাংলা হান্ট ডেস্কঃ জারি হয়েছে রেড অ্যালার্ট।দেশে প্রবেশ করতে পারে পাক কমান্ডো। জইশ জঙ্গি কমান্ডো সেজে দেশে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর মধ্যেই আজ বৃহস্পতিবার কৌশিকি আমাবস্য। সেই উপলক্ষে সেজে উঠেছে তারাপীঠ মন্দির চত্বর। গতকাল রাত থেকেই বেড়েছে ভক্তের ভিড়। আজ আরও ভিড় হওয়ার সম্ভাবনা।

সেই কারণেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর। হাজার ২ এর বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। পূণ্যার্থীদের সুবিধায় ৩ টে জায়েন্ট স্ক্রীনের ব্যবস্থাও করা হয়েছে। কৌশিকি আমাবস্যয় যে কোনো রকমের দুর্ঘটনা এড়াতে সব রকম ভাবে প্রস্তুত তারাপীঠ।
 
			 





 Made in India
 Made in India