বাংলা ডেস্ক ঃ লোকসভা ভোটের আগে থেকে শুরু করে তৃণমূল এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগদান করার যেন ধুম পড়ে গিয়েছে।সেই যোগদান এখনো অব্যাহত। তৃণমূলের অনেক হেভিওয়েট নেতা নেত্রীকে তৃণমূল ছেড়ে গেরুয়া শিবির যোগদান করতে দেখা গিয়েছে। এবার খোদ তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে দলে নেওয়ার কথা বললেন মুকুল রায়।
আজ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বিজেপিতে যোগদান করার জন্য স্বাগত জানালেন বিজেপি নেতা মুকুল রায়।

বিধানসভা থেকে খোলাখুলিভাবে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে গেরুয়া শিবির যোগদান করার প্রস্তাব দিয়ে এলেন মুকুল রায়। তিনি বলেন, “পার্টির নীতি আদর্শ মেনে মমতা বন্দ্যোপাধ্যায়ও যদি বলেন আমি ভারতীয় জনতা পার্টি করব, তাহলে আমার ধারণা কেন্দ্রীয় নেতৃত্ব তাকে সমর্থন করবে। “মুকুল রায়ের এই মন্তব্যের পর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।





Made in India