বাংলাহান্ট– হুগলির সিঙ্গুর আফগারি দপ্তর রবিবার সকালে সিঙ্গুর থেকে চন্দননগরে চোলাই মদ পাঁচারের সময় সাদা পোশাকে প্রায় 50 হাজার টাকা মূল্যের চোলাই মদ উদ্ধার করল।আফগারি ওসির সূত্রে জানা গেছে।
এই চোলাই কারবার প্রায়ই মোটর ভানে করে পাঁচারের খবর আসছিল।সেই মত বরিবার সকালে সাদা পোশাকে সিঙ্গুরের পুরুষতমপুরে কাছে 50 লিটারের মত চোলাই মদ সহ একজন পাঁচারোক কে ধরা হয়।আরো জানা যায় এই চোলাই মদ সিঙ্গুর থেকে চন্দননগরের বিলকুলিতে যেত।

সেখান থেকে মারুতি,টাটা সুমো করে কলকাতার শহরের বিভিন্ন জায়গায় পাচার হয়ে যেত।আজ যে ভাবে চোলাই মদ উদ্ধার করা হয়েছে তা হুগলি জেলার বড় সাফল্য বলে দাবি করেছেন আফগারি দপ্তরের পক্ষ থেকে।





Made in India