সঞ্জয় কাপড়ী কোলাঘাট:-ইতিমধ্যেই রাজ্য সহ বিভিন্ন জেলাগুলিতে পথ দুর্ঘটনায় প্রাণ গেছে বহু তরুণ-যুবকের,সেই নিয়ে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে জোরকদমে প্রচার করছে প্রশাসনের তরফ থেকে, তেমনি এক দৃষ্টান্ত মূলক হিসাবে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এলাকায় গত কয়েক দিন আগে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 26 বছর বয়সী তরুণ যুবকের,
এরপরে ওই এলাকায় গণধর্ষণের শিকার হতে হয়েছে 1 নাবালিকা স্কুল ছাত্রী রাখি সামন্ত, যার ফলে মৃত্যু হয়েছে তার, এই দুটি বিষয় নিয়ে এলাকার বাসিন্দারা একটি মৌন মিছিল সহ সচেতনতা মূলক পদযাত্রা আয়োজন করে রবিবার, যেখানে একদিকে যেমন সেভ ড্রাইভ সেভ লাইফ এর সচেতনতা মূলক হিসাবে এলাকার যুবকদের মধ্যে সচেতনতা করা হয় অন্যদিকে রাখি সামন্ত মৃত্যুর দোষীদের অবিলম্বে শাস্তির দাবিও করা হয় এইদিন,

এই দিন এই প্রতিবাদ ও সচেতনতা মূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোলাঘাট স্কুলের শিক্ষিকা সীমা দাস সেন,লিলি মুখার্জি, সমাজসেবী অতনু গুছাইত, রাজু কুমার কুন্ডু সহ এলাকার বিশিষ্ট জনেরা।





Made in India