ইন্দ্রাণী সেন, বাঁকুড়া:
গনেশ চতুর্থীতে সাক্ষাত গজরাজের দেখে মিলল বাঁকুড়ায়। মঙ্গলবার ভোরের আলো ফুটতেই বাঁকুড়ার জয়পুরে অবাধে বিচরণ করলেন তাঁরা।এদিন জয়পুর আরামবাগ রোডের জয়পুর জঙ্গলে এদিন বেশ কয়েকটি হাতি প্রবেশ করে। হাতি দেখতে উৎসাহীদের ভিড় ছিল চোখে পড়ার মত। বনদফতর তরফে অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল বিশেষ ব্যবস্থা।

এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর নেই। তবে হাতি গুলি যাতে নিশ্চিতে গন্তব্যে পৌঁছাতে পারে তার জন্য বনদফতর বিশেষ সতর্ক রয়েছেন। সাথে সাথেই মাথায় হাত এলাকার চাষিদের। বৃষ্টির অভাবে ধান চাষে সমূহ ক্ষতির সম্মুখীন চাষীরা। তার উপর যে অল্প চাষ আবাদ হয়েছে হাতির প্রবেশ সিঁদুরে মেঘের কাজ করছে।





Made in India