করোনা নিয়ে সচেতনতা বাড়ানোর জন্যে ইতিমধ্যে দেশের সব রাজ্যে লক ডাউন করা হয়েছে। পশ্চিমবঙ্গতেও সব জায়গায় এখন লক ডাউন। এই পরিস্থিতিতে প্রায় কেউই খুব প্রয়োজনে না পড়লে দোকানে বেরোচ্ছে না।
আর এই লকডাউনের জন্য নাকা চেকিং করছিল পুলিস। আর আজ সকালেই এই নাকা চেকিংয়ে ঘটেছে এক অদ্ভুত ঘটনা। রাস্তায় একটি অ্যাপ ক্যাবে পিকনিক গার্ডেন এলাকা থেকে ২ জন আসেন। পিএনবি মোড়ের কাছে গাড়িটিকে আটকানো হয়। কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, নিয়ম মেনে এগুলোই জিজ্ঞাসা করে পুলিস।

আর তখনি গাড়ি থেকে নেমে এক তরুণী অসভ্য আচরণ শুরু করেন। তিনি পুলিশের পোশাক চেটে দেন এবং নিজের গালের ব্রণ ফাটিয়ে রক্ত লাগিয়ে দেন। আর এই ঘটনায় ওই তরুণী সহ আরো তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এমন পরিস্থিতিতে পুলিশ অবাক হয়ে যায় কেন ওই তরুণী এমন করলো। লক ডাউন পরিস্থিতি বলেই এখন এতো কড়া নিয়ম করা হয়েছে.। আর তাতেই ঘটে গেলো এই বিপত্তি।





Made in India