বাংলাহান্ট ডেস্ক : ঘরের ছেলে জড়িত চুরির সাথে। তার পক্ষের হয়ে কথা বলার বদলে প্রকাশ্য রাস্তায় পোস্টে বেঁধে ধোলাই দিয়ে উপযুক্ত শাস্তি দিল পরিবারেরই লোকজনই। প্রথম দেখায় পথ চলতি অনেকেই ভেবেছিলেন হয়তো স্থানীয় বাসিন্দারা যুবকটিকে মারধর করছেন। কিন্তু পরে জানা গেল তা সম্পূর্ণ ভুল। চুরির শিক্ষা দিতে চোরের বাড়ির লোকেরাই মারধর করছেন চোরকে!
স্থানীয় সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সম্প্রতি যুবকটি সাইকেল চুরির ঘটনায় অভিযুক্ত হয়ে পড়ে। এরপর তার পরিবার দুর্গাপুরের কোকওভেন থানার সিনেমা হল রোড এলাকায় টেলিফোন খুটিতে বেঁধে তাকে মারধর করে। এরপর পরিবারের সদস্যরা তাকে পোস্টের সাথে ভালোভাবে বেঁধে মাথার চুল কামিয়ে দেয়। পরিবারের লোকেদের এই ধরনের কর্মকাণ্ড দেখে রীতিমত হতবাক স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে স্থানীয় কোকওভেন থানার পুলিশ যুবকটিকে উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত ছেলেটি ছোটখাটো চুরির বিষয়ে জড়িত। সেদিন সকালে একটি সাইকেল চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে পরিবারের লোকেরাই তাকে পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু পুলিশের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে পরিবারের লোকেরা নিজেরাই যুবকটিকে শাস্তি প্রদানের ব্যবস্থা করেন। স্থানীয় এক এলাকাবাসী জানিয়েছেন,”কিছুদিন আগে ওর বাবা নিজেই ওকে পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু পুলিশ কিছু করেনি। জেল থেকে ছাড়া পাওয়ার পর আবার চুরি শুরু করে। তাই আজ ওর পরিবারের লোকেরাই ওকে মারধর করেছে। ”
যুবকটির কীর্তিতে এলাকাবাসী অতিষ্ঠ হলেও এই ধরনের মারধরের ঘটনা তারা মেনে নিতে পারছেন না। চৌর্যবৃত্তি ছেড়ে ছেলেটি সৎ পথে ফিরে এসে নিজের জীবন অতিবাহিত করুক এমনটাই আশা এলাকাবাসীর।





Made in India