বাংলাহান্ট ডেস্কঃ প্রাণীদের খুব মজার মজার ভিডিও আজকাল ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে খুশী হয় সবাই। এবার এমন একটি ভিডিও ভাইরাল হল যা দেখে গায়ে কাঁটা দেবে। শিউরে উঠবেন আপনিও। আবার মজাও পাবেন কিন্তু!
ভিডিওটিতে দেখা যাচ্ছে,একজন ব্যক্তি একটি চিতাবাঘ শিকার করেছেন। তারপর সেটিকে খাঁচায় আটকে রেখেছেন। কিছুক্ষন পর তিনি খাচার বাইরে দিয়ে চিতাবাঘটির গায়ে হাত দিতে যান। সবাই ভাবতেই পারেন বাঘটি হয়তো তার হাতটি কামড়া বা আঁচড়াবে, কিন্তু না তা সে একেবারেই করেনি। বরং চিতাবাঘটি ব্যক্তিটির হাত নিয়ে খেলা শুরু করেছে।
https://twitter.com/AnimalsWorId/status/1272031342138519552
খাঁচায় হাত দেওয়ার পর ব্যক্তিটি বাঘের মাথায় হাত বোলাতে শুরু করেন। আর বাঘটি পরম আনন্দে আদর খেতে থাকে। এরপর চিতাবাঘটি এত স্বাচ্ছন্দ্য পেয়ে যায় যে সে তার হাতের নখর দিয়ে সেই ব্যক্তির হাত ধরে এবং বারবার অনুরূপভাবে অনুরোধ করে। লোকটি তাকে দীর্ঘ সময় ধরে মাথায় হাত বোলাতে থাকে। চিতাবাঘের মজাদার প্রতিক্রিয়াটি লোকেরা উপভোগ করছেন।
এই ভিডিওটি বেশ পুরানো তবে এটি আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। এই ভিডিওটি দেখার পরে, ব্যবহারকারীরা এটি সম্পর্কে মন্তব্য করতে শুরু করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, একটি বাঘ আকারে বড় হলেও সে একটি বাঘ। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন যে এটি খুব সুন্দর দৃশ্য। ভিডিওটিতে লাইক পড়েছে অনেকে। শেয়ারের সংখ্যাও অনেক।
 
			 





 Made in India
 Made in India