বাংলাহান্ট ডেস্ক : মুম্বইয়ে এখন রীতিমতো ত্রাসের পরিবেশ। একের পর এক অভিনেতা, রাজনৈতিক নেতারা হুমকি বার্তা পেয়ে চলেছেন। সম্প্রতি সলমন খান, অভিনব শুক্রবার এবং এনসিপি নেতা জিশান সিদ্দিকী খুনের হুমকি পেয়েছেন। এবার তালিকায় জুড়ল অভিনেতা টাইগার শ্রফের (Tiger Shroff) নাম। সলমনের মতো করেই মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমে ফোন করে হুমকি দেওয়া হয় টাইগারকে।
খুনের হুমকি দেওয়া হয় টাইগারকে (Tiger Shroff)
জানা যাচ্ছে, সোমবার সকালে মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমের নম্বরে একটি ফোন আসে। সেখানে বলা হয়, ২ লক্ষ টাকার বিনিময়ে খুনের সুপারি দেওয়া হয়েছে টাইগার শ্রফকে (Tiger Shroff)। শুধু এটুকু বলেই কেটে দেওয়া হয় ফোন। তারপরেই তৎপর হয়ে ওঠে পুলিশ। শুরু হয় তদন্ত। হঠাৎ টাইগার কাদের নিশানায় এলেন তা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন।

কী জানা গেল তদন্তে: জানা গিয়েছে প্রাথমিক তদন্তে মুম্বই পুলিশের কাছে খবর এসেছে, হুমকি ফোনটি আসে পঞ্জাব থেকে। মনীশ কুমার সুজিন্দর সিং নামে এক ব্যক্তি ফোনটি করেছিলেন বলে জানা গিয়েছে। ওই ব্যক্তি দাবি করেন, ২ লক্ষ টাকার বিনিময়ে তাঁকে নাকি টাইগারকে (Tiger Shroff) খুনের সুপারি দেওয়া হয়েছে। যদিও পরে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, সবটাই ছিল তাঁর মনগড়া কাহিনি। যদিও ওই হুমকি আসার পরেই বাড়িয়ে দেওয়া হয় টাইগারের (Tiger Shroff) নিরাপত্তা।
আরো পড়ুন : ২৪ ঘন্টা পার! আচার্য ভবন ঘেরাও করে রাস্তায় বসে শিক্ষকরা, মীনাক্ষী যেতেই উঠল “গো ব্যাক” স্লোগান
দায়ের হয়েছে মামলা: খার থানায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। সেই সঙ্গে যোগাযোগ করা হয়েছে পঞ্জাব পুলিশের সঙ্গে। তাঁরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে বলে খবর। অভিযুক্তকে মুম্বইতে নিয়ে আসা হবে বলেও জানা গিয়েছে পুলিশ সূত্রে।
আরো পড়ুন: মুম্বইতে ‘গ্যাংস্টার’ আতঙ্ক, ‘নিরাপদ’ আশ্রয় খুঁজতে দেশ ছাড়ছেন সইফ-করিনা!
প্রসঙ্গত, জিশান সিদ্দিকী পেয়েছেন হুমকি বার্তা। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই তিনটি হুমকি পেয়েছেন জিশান। প্রতিটিই ডি কোম্পানি অর্থাৎ গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের গ্যাংয়ের তরফে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পুলিশের তরফে জানানো হয়েছে, গত দুদিন ধরে হুমকি পেলেও তা নিয়ে অভিযোগ করা হয় সোমবার। হুমকি ইমেল গুলি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এক উচ্চপদস্থ কর্তা।





Made in India