বাংলাহান্ট ডেস্ক: টলিউডেও এবার থাবা বসাল করোনা (corona)। তাও আবার খাস রাজ চক্রবর্তী (raj chakraborty) ও শুভশ্রী গাঙ্গুলীর (subhashree ganguly) আবাসনে। কড়া নিরাপত্তা সত্ত্বেও আটকানো গেল না করোনা সংক্রমণকে। রাজ শুভশ্রীর বাইপাসের অভিজাত আবাসনে এবার দেখা দিয়েছে করোনা আতঙ্ক।

জানা গিয়েছে আবাসনের এক বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। ওই একই আবাসনে থাকেন রাজ, শুভশ্রী, পায়েল, অরিন্দম শীল সহ বেশ কয়েকজন নামজাদা তারকা। রাজ জানান, ওই ব্যক্তি রাজদের ফ্ল্যাটের কয়েকটি ফ্লোর নীচেই থাকেন। এদিকে শুভশ্রী এখন অন্তঃসত্ত্বা। স্বাভাবিক ভাবেই দুশ্চিন্তা দেখা দিয়েছে রাজের মনে।
https://www.instagram.com/p/CAUWqU4A2uW/?igshid=15ecwg9ne5hpr
শুভশ্রীর সংস্পর্শে আসেন বলে এখন বাজারে যাওয়াও বন্ধ করে দিয়েছেন রাজ। তাঁর জামাইবাবুই সেই দায়িত্ব সামলাচ্ছিলেন। করোনা সংক্রমণের খবরে সেটাও এবার বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন পরিচালক। ওই আবাসনেই থাকেন অভিনেত্রী পায়েল সরকার ও পরিচালক অরিন্দম শীল। তাঁরাও প্রশ্ন তুলেছেন কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও করোনা প্রবেশ ঘটল কিকরে আবাসনে।
https://www.instagram.com/p/CAUbNO5pKY9/?igshid=2fhmhu3b64kv
প্রসঙ্গত, দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনেই খুশির খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন শুভশ্রী গাঙ্গুলী ও পরিচালক রাজ চক্রবর্তী।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দুটি ছবি শেয়ার করে এই খবর জানান শুভশ্রী ও রাজ। দুজনের পরনেই কালো টিশার্ট। রাজের শার্টে লেখা, ‘হবু বাবা’ ও অভিনেত্রীর শার্টে লেখা ‘মা হতে চলেছেন’।
https://www.instagram.com/p/CADD2Ygpfpz/?igshid=zncz0b5kvqcd
ছবির ক্যাপশনে শুভশ্রী লেখেন, ‘আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা আরও একজনের হাত ধরতে চলেছি। আমরা অন্তঃসত্ত্বা’।
সুখবর জানানোর সঙ্গে সঙ্গেই প্রশংসা উপচে পড়ে শুভশ্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। একে একে শুভেচ্ছা জানাতে থাকেন মনামী ঘোষ, সায়ন্তিকা ব্যানার্জি, শ্রাবন্তী চ্যাটার্জি, অঙ্কুশ হাজরা সহ টালিগঞ্জের সব কলাকুশলীরা।





Made in India