বাংলা হান্ট ডেস্ক: একদিনেই যেন উত্তরপ্রদেশের প্রয়াগ রাজের মহাকুম্ভ (Kumbh Mela) স্তব্ধ হয়ে গিয়েছে। কোথাও গিয়ে ফিকে পড়েছে কুম্ভ মেলার আড়ম্বর। পদপিষ্ট ঘটনার পর থেকেই সকলের মনে ভয়, আতঙ্ক জেঁকে বসেছে। জানা যায়, এক দিনেই মহাকুম্ভে প্রায় ৭.৫ কোটি ভক্তের সমাগম হয়। আর এই ভিড়ই বিপদ ডেকে আনে। ঠিক এই কারণেই মৌনী অমাবস্যায় ‘ব্রহ্ম মুহূর্তে’ স্নান করতে গিয়ে হুড়োহুড়ি লেগে যায়। ভক্তদের ভিড় সামলাতে নাজেহাল হয়ে পড়েন নিরাপত্তা রক্ষীরাও। তবে জানা গিয়েছে, ভক্তদের ভিড় সামলাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক পুলিশ কর্মীও।
কুম্ভ মেলায় (Kumbh Mela) প্রাণ হারালেন এক পুলিশ কর্মী:
তথ্যসূত্রে জানা গিয়েছে, কুম্ভ মেলায় (Kumbh Mela) পদপিষ্টের ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ৩০ জন। ইতিমধ্যেই অনেকেই নিখোঁজ বলেও জানা গিয়েছে। তবে এবার জানা গেল, কুম্ভ মেলায় ডিউটি করতে গিয়ে বুধবার রাতে প্রাণ হারিয়েছেন এক পুলিশকর্মী। পদপিষ্ট হওয়ার ঘটনায় অসুস্থ হয়ে পড়েছিলেন সেই পুলিশকর্মীও। পরে বুধবার বিকেলে তাঁর হাসপাতালে মৃত্যু ঘটেছে বলে খবর।

ওই পুলিশ কর্মীর নাম অঞ্জনি কুমার রাই, বয়স ৪৮ বছর। জানা গিয়েছে, অঞ্জনি রাই ভোরে অসুস্থ বোধ করায় মেলা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত ডাক্তার দেখানো হয়। এরপর চিকিৎসক ওষুধ দিলে তিনি সুস্থ বোধ করেন। এমনকি সেদিন ওষুধ খেয়ে সুস্থ বোধ করায় ফের কুম্ভ মেলায় (Kumbh Mela) ডিউটিতেও ফিরে যান বলে জানা যায়।
আরও পড়ুন: বিরাট চমক! ক্রিস্টোফার কলম্বাসের DNA-তে লুকিয়ে বড় রহস্য, জানলে হয়ে যাবেন “থ”
ডিউটিতেই প্রাণ প্রাণ হারান অফিসার: তবে এরপরই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। আর তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন সাব ইন্সপেক্টর পদে থাকা ওই পুলিশকর্মী। যদিও সেই সময় ঘটনাস্থলে তাঁর ভাগ্নে উপস্থিতি ছিলেন। এমন অবস্থা হয়ে যেতে দেখে তড়িঘড়ি করে তাঁকে মেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে অঞ্জনি রাইকে মৃত বলে ঘোষণা করা হয়। আর এমন ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই ফের চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: নানান মেডিক্যাল কলেজে থ্রেট কালচার! এবার হাইকোর্টে দায়ের হল মামলা! শুনানি কবে?
যদিও ইতিমধ্যেই কুম্ভ মেলার (Kumbh Mela) নিরাপত্তা আরও কড়া করা হয়েছে। শোনা গিয়েছে, পুলিশ-প্রশাসনের অনেকের মনেই ষড়যন্ত্রের তত্ত্ব উঁকি দিচ্ছে এই ঘটনাকে ঘিরে। শুধু তাই নয় আবার কেউ দাবি করছেন, এদিন গুজব ছড়ানোর ফলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও ঠিকই কি কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে হয়েছে তার সদুত্তর পাওয়া যায়নি। তবে সরকার ও প্রশাসন আর কোনও প্রকার ছাড় রাখতে নারাজ। পুণ্যার্থীরা যাতে সুরক্ষিত থাকেন তার জন্য সর্বোচ্চ পর্যায় সুবিধা দেওয়া হচ্ছে।





Made in India