কতরকম অদ্ভুদ ঘটনায় নজরে আসে তা না দেখলে হয়তো জানাই যেত না। ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছে রাঁচিতে। এখানে একজন ট্রাক চালক পান খেয়ে থুতু ফেলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

ঐদিন দুপুরে নার্সের গায়ে ঐ ট্রাক চালক থুতু ফেলে। আর তারপরে তাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে ঐ ব্যক্তি মনে ট্রাক খালাসি উত্তরপ্রদেশ এর জবালপুরে থাকে। আর সেদিন স্কুল থেকে ফেরার পথে ঐ নার্সের গায়ে থুতু ফেলে ঐ খালাসি। গাড়িতে করে যাওয়ার সময় নার্সের গায়ে গুটখা খেয়ে থুতু ফেলায় তার শাড়ি খারাপ হয়ে যায়।
এরপরে ঐ নার্স গাড়ি থামাতে বললে তারা স্পিডে গাড়ি চালিয়ে পালিয়ে যায়। তারপরে থানায় গিয়ে ঐ নার্স পুলিশ ডায়েরি করে। আর সঙ্গে সঙ্গে পুলিশ সেই গাড়ির পেছনে ধাওয়া করে তাকে গ্রেফতার করে।





Made in India